দুই হাতির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন মহিলা। দিনের অধিকাংশ সময় হাতিদের সঙ্গেই কাটান তিনি। ফলে তাদের সঙ্গে সদ্ভাব গড়ে উঠেছে তাঁর। অবসর সময়েও তাই হাতিদের কাছে চলে যান তিনি। হাতিরাও সেই মহিলাকে খুবই ভালবাসে। তাই মহিলার মুখে গান শুনে তারাও গেয়ে ওঠে। আনন্দে মহিলার পা শুঁড় দিয়ে মালিশ করে দেয় একটি হাতি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লেক_চাইলার্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা মাটির উঁচু ঢিপির উপর বসে গুনগুন করে গান গাইছেন। তাঁর পিছনে দাঁড়িয়ে রয়েছে মস্ত বড় দু’টি হাতি। মহিলার গান শুনে কান দোলাতে শুরু করে তারা। এমনকি, আওয়াজ করে মহিলার গানের সঙ্গে সুর মিলিয়ে গান গাওয়ারও চেষ্টা করে দুই হাতি।
এক হাতি আবার আনন্দে মাটি নিয়ে খেলা করতে শুরু করে। শুঁড়ে মাটি তুলে তা পিঠে ছুড়তে শুরু করল সে। আবার মহিলাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল দ্বিতীয় হাতিটি। শুঁড় দিয়ে মহিলার পা মালিশ করতে দেখা গেল তাকে। এই ঘটনাটি তাইল্যান্ডের একটি হস্তী সংরক্ষণ কেন্দ্রে ঘটেছে। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হাতিগুলো কিন্তু ওই মহিলাকে সত্যিই খুব ভালবাসে। কী সুন্দর আগলে রেখেছে তাঁকে!’’