জলাশয়ের ধারে একটি উঁচু পাথরের উপর বসেছিল জোড়া ব্যাঙ। সঙ্গমে লিপ্ত ছিল দু’টিতে। হাতের কাছে জোড়া শিকার দেখে আর লোভ সামলাতে পারল না একটি সাপ। জলাশয় থেকে সন্তর্পণে পাথরের গা বেয়ে উঠে জোড়া ব্যাঙের উপর কামড় বসাল সে। মৃত্যুর সম্মুখীন হয়ে নিজের প্রাণের চেয়ে অন্য কিছু দামি মনে হল না স্ত্রী ব্যাঙের। সঙ্গীকে ফেলে রেখেই সাপের কবল থেকে নিজেকে ছাড়িয়ে তরতর করে সাঁতার কেটে পালিয়ে গেল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নেচারইজ়মেটাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সাপ জলাশয় থেকে মাথা উঁচিয়ে একটি পাথর বেয়ে খুব সাবধানে উপরের দিকে উঠছে। পাথরের উপর সঙ্গমে লিপ্ত ছিল দু’টি ব্যাঙ। এক ছোবলে জোড়া শিকার করার ফন্দি আঁটছিল সাপটি। ব্যাঙ দু’টি সঙ্গমে লিপ্ত থাকা অবস্থায় তাদের উপর আক্রমণ করে সে।
জোড়া ব্যাঙকে টেনে নিয়ে জলাশয়ে নেমে পড়ে সাপটি। মৃত্যুকে সামনাসামনি দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য ছটফট করতে থাকে স্ত্রী ব্যাঙটি। কোনও রকমে নিজেকে সেই বাঁধন থেকে ছাড়িয়ে ফেলতে সফল হয় সে। তার পর তাড়াতাড়ি সাঁতার কেটে সেখান থেকে পালিয়ে যায় স্ত্রী ব্যাঙটি।
অন্য দিকে, তার সঙ্গীর গায়ে জোর কামড় বসিয়ে তাকে মেরে ফেলে সাপটি। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘মৃত্যুকে এত কাছাকাছি দেখে সঙ্গীর কথা ভুলে গিয়েছিল স্ত্রী ব্যাঙ। যতই প্রেম থাকুক, নিজের প্রাণের চেয়ে প্রিয় কিছুই নয়।’’