বাঘের খাঁচায় অনাহূত অতিথি হয়ে ঢুকে পড়েছে একটি রাজহাঁস। খাঁচায় ঢুকে তার হাবভাব এমন যে, সেখানেই দীর্ঘ দিন ধরে বসবাস করছে সে। বাঘটিই যেন নিজের খাঁচায় ‘অনুপ্রবেশকারী’। রাজহাঁসটির পিছনে তাড়া করেও বিশেষ লাভ হল না বাঘের। বরং রাজহাঁসটিই ডানা ঝাপটে বাঘটিকে ভয় দেখাতে শুরু করল। রাজহাঁসের কাণ্ড দেখে ভয়ে লেজ গুটিয়ে পালাল বাঘ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘কলম্বাসডিসপ্যাচ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি রাজহাঁস তার ডানা ঝাপটে খাঁচাবন্দি এক বাঘের দিকে তেড়ে যাচ্ছে। রাজহাঁসটিকে দেখে লেজ গুটিয়ে দৌড়ে পালাচ্ছে সেই বাঘটি।
এই ঘটনাটি আমেরিকার ওহায়োর কলম্বাস জ়ু অ্যান্ড অ্যাকোয়ারিয়ামে ঘটেছে। আসলে, এই চিড়িয়াখানায় বাঘের খাঁচার ভিতর ঢুকে পড়ে একটি রাজহাঁস। তা দেখে পাখিটির পিছন দৌড়তে শুরু করে বাঘটি। কিন্তু রাজহাঁসটি ভয় পাওয়ার পাত্র নয়। বরং বাঘটির সামনে দাঁড়িয়ে জোরে জোরে ডানা ঝাপটাতে শুরু করল সে। তা দেখে ভয়ে খাঁচার অন্য দিকে দৌড় দিল বাঘমামা। রাজহাঁসটি বহাল তবিয়তে খাঁচার ভিতর ঘুরে বেড়াতে লাগল।