গাছের ছায়ায় আরামে শুয়েছিল একটি অজগর। জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হিংস্র সরীসৃপটিকে চোখে পড়ে এক বাঘের। সন্তর্পণে গাছের আড়াল থেকে অজগরের গলায় এক কামড় বসায় বাঘটি। হিংস্র শ্বাপদের সঙ্গে লড়াই করে পেরে ওঠে না অজগর। প্রাণবায়ু ফুরিয়ে যায় তার। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘প্রণয়পটেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় একটি অজগর শিকার করতে দেখা গিয়েছে এক বাঘকে। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। গাছের ছায়ায় শুয়েছিল অজগরটি। হঠাৎ অজগরের গলায় কামড় বসিয়ে তার পুরো শরীর টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে যায় বাঘটি। বাঘের শক্তির সঙ্গে পেরে ওঠে না অজগরটি।
অজগরের গলা ধরে তার দেহ নিরিবিলি জায়গায় নিয়ে যায় বাঘটি। তার পর আয়েশ করে ভোজন সম্পন্ন করে সে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতিতে শিকার-শিকারির চক্র ভারী অদ্ভুত। এক হিংস্র প্রাণী অন্য হিংস্র জন্তুকে মেরে ফেলতে পারে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘জঙ্গলে সাফারি করার সময় এই ধরনের দৃশ্য দেখা ভাগ্যের ব্যাপার।’’