Advertisement
E-Paper

ট্রফি জিতে রোহিত-কোহলির ডান্ডিয়ার সঙ্গে চলল হার্দিক-সিধুর ভাংড়াও! ভাইরাল ভিডিয়ো

এক জন বর্তমান। এক জন প্রাক্তন। দু’জনেই নিজের নিজের সময়ের অন্যতম সেরা। ভারত নিউ জ়িল্যান্ডকে চার উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেওয়ার পরেই যুগলবন্দিতে নাচতে দেখা গেল তাঁদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ০৯:৫৫
Video of Hardik Pandya and Navjot Singh Sidhu dancing after India wins ICC Champions Trophy

ছবি: এক্স থেকে নেওয়া।

এক জন বর্তমান। এক জন প্রাক্তন। দু’জনেই নিজের নিজের সময়ের অন্যতম সেরা। ভারত নিউ জ়িল্যান্ডকে চার উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেওয়ার পরেই যুগলবন্দিতে নাচতে দেখা গেল তাঁদের। মাঠের মধ্যেই দু’হাত তুলে ভাংড়া করতে দেখা গেল হার্দিক পাণ্ড্য এবং নভজ্যোত সিংহ সিধুকে। সেই নাচের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি।

ভারত জয় নিশ্চিত করার পরেই সারা দেশ জুড়ে উদ্‌যাপন শুরু হয়। উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটারেরা মাঠের মধ্যেই নাচতে শুরু করেন। ভারতের জয়ের কিছু ক্ষণ আগে থেকেই রোহিত ও কোহলিকে দেখা যাচ্ছিল, সাজঘরে বসে থাকতে পারছেন না তাঁরা। রবীন্দ্র জাডেজার শট বাউন্ডারির বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সহকারী কোচ অভিষেক নায়ার ও প্রধান কোচ গৌতম গম্ভীরকে জড়িয়ে ধরেন কোহলি। মাঠে তখন একে অপরকে জড়িয়ে ধরেছেন জাডেজা ও লোকেশ রাহুল। সকলের আগে মাঠে দৌড়ে যান বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও আরশদীপ সিংহ। জাডেজা ও রাহুলের সঙ্গে উল্লাস শুরু করেন তাঁরা। হাসি দেখা যায় গম্ভীরের মুখেও। কোহলি ও রোহিতকে সঙ্গে নিয়ে তিনি মাঠে নামেন। দৌড়ে আসেন হার্দিকও। নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর পর মাঠে উল্লাস শুরু করেন রেহিত-কোহলি। দু’টি উইকেট হাতে তুলে নেন তাঁরা। শুরু হয় তাঁদের ডান্ডিয়া নাচ।

অন্য দিকে কমেন্ট্রি বাক্স থেকে মাঠে ছুটে আসেন সিধু। তিনি এবং হার্দিক ভাংড়া নাচ শুরু করেন। জড়িয়ে ধরেন একে অপরকে। তাঁদের হাসি থামছিল না কিছুতেই। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি সমাজমাধ্যমের একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে।

ICC Champions Trophy 2025 Viral Video Hardik Pandya Navjot Singh Sidhu bhangra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy