Advertisement
E-Paper

এই ধরনের ২০ টাকার নোটের ‘দাম’ নাকি চার লাখ! কেমন দেখতে সেই টাকা? ভাইরাল ছবি

২০ টাকার নোট থেকে কী ভাবে চার লক্ষ টাকা পর্যন্ত আয় করা যাবে? প্রতিবেদন অনুযায়ী, এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে ওই ধরনের নোটগুলির কেনাবেচা চলে। সেখানেই ২০ টাকার ‘বিরল’ নোট বিক্রি করে চার লক্ষ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে বলে দাবি করা হয়েছে।

Rare 20 rupees note could make someone earn lakhs, claims article

—প্রতীকী ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ০৯:০৯
Share
Save

একটি মাত্র ২০ টাকার নোট। কিন্তু সেই নোটই আপনাকে করে তুলতে পারে লক্ষ লক্ষ টাকার মালিক। কিন্তু কী ভাবে? ভারতে এমন কিছু নোট এবং কয়েন রয়েছে, যা সংগ্রহকারীদের কাছে মূল্যবান। আর সেগুলির জন্য লক্ষ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে রাজি ওই সংগ্রহকারীরা। যাঁর কাছে ওই কয়েন বা নোট থাকবে, তাঁরও মোটা টাকা লক্ষ্মীলাভ হবে।

কোভিড-পরবর্তী যুগে, বিশেষ করে চাকরিহারা অনেকেই বিকল্প আয়ের উৎসের দিকে ঝুঁকেছেন। কেউ ব্যবসার সুযোগ খুঁজছেন, তো কেউ ইউটিউবের মতো প্ল্যাটফর্মে উপার্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আশ্চর্যজনক ভাবে কিছু মানুষ খুব বেশি পরিশ্রম ছাড়াই প্রচুর অর্থ উপার্জন করছেন পুরনো নোট বিক্রি করে। তেমনটাই দাবি করা হয়েছে নিউজ় ১৮-এর একটি প্রতিবেদনে।

ওই প্রতিবেদন অনুযায়ী, কারও কাছে যদি একটি বিশেষ ২০ টাকার নোট থাকে, তা হলে তিনি লাখপতি পর্যন্ত হতে পারেন। চার লক্ষ টাকা উপার্জন করতে পারেন নোটটিকে বিক্রি করে। ওই নোটটিকে ‘বিরল’ বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

কিন্তু ২০ টাকার নোট থেকে কী ভাবে চার লক্ষ টাকা পর্যন্ত আয় করা যাবে? প্রতিবেদন অনুযায়ী, এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে ওই ধরনের নোটগুলি কেনাবেচা চলে। সেখানেই ২০ টাকার ‘বিরল’ নোট বিক্রি করে চার লক্ষ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে। কিন্তু সেই নোট দেখতে কেমন? প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে দাম পেতে হলে ওই নোটটির সামনের দিকে ‘৭৮৬’ সংখ্যা থাকতে হবে। এ ছাড়াও নোটটির রং গোলাপি হতে হবে।

অনেক সংস্কৃতিতে, ৭৮৬ সংখ্যাটিকে পবিত্র এবং ভাগ্যবান বলে মনে করা হয়। ধর্মপ্রাণ ব্যক্তিরা প্রায়শই তাঁদের বাড়িতে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে ওই জাতীয় নোট কিনে থাকেন। নোটটি বিক্রি করাও নাকি সহজ। বাড়ি থেকে মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমেই নোটটি বিক্রি করা সম্ভব। যদিও বিষয়টির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Old notes Notes Bizarre

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}