হোটেলে এবং ফ্ল্যাটে একান্তে দেখা করে ‘বিশেষ কাজ’ করার কুপ্রস্তাব! এই অভিযোগে সরকারি ক্যানসার নিরাময় কেন্দ্রের এক উচ্চপদস্থ স্বাস্থ্যকর্তাকে টেনেহিঁচড়ে বাইরে বার করে মারধর করলেন মহিলাকর্মীরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। ওই উচ্চপদস্থ স্বাস্থ্যকর্তার নাম মহেশ গুপ্ত। তবে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে মারধরের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মহেশের কার্যালয়ে ঢুকে পড়েছেন ক্যানসার নিরাময় কেন্দ্রের মহিলাকর্মীরা। তাঁদের অভিযোগ, মাঝেমধ্যেই মহিলাকর্মীদের কুপ্রস্তাব দিতেন ওই স্বাস্থ্যকর্তা। আলাদা করে হোটেলে এবং ফ্ল্যাটে দেখা করার কথা বলতেন। যদিও মহেশ সেই অভিযোগ অস্বীকার করেন। এই নিয়ে দু’পক্ষের বাগ্বিতণ্ডা চলতে থাকে। এর পর এক মহিলাকর্মী মহেশের কলার ধরে টানতে টানতে তাঁকে গেটের বাইরে নিয়ে যান। বাকিরাও তাঁকে ধাক্কা মারতে থাকেন। এক মহিলাকে বলতে শোনা যায়, ‘‘আপনি সবার সঙ্গে অভব্যতা করেন।’’ অন্য এক জন দাবি করেন, একাধিক মহিলাকর্মীর সঙ্গে অসভ্যতা করেছেন মহেশ। তাঁদের কুপ্রস্তাব দিয়েছেন। অভিযোগ, প্রস্তাবে রাজি না হলে চাকরি থেকে বার করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এর পর মহেশকে সপাটে চড় মারেন এক মহিলা নিরাপত্তারক্ষী। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিও তোলেন অনেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘রিপোর্টার সাহাব’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সমালোচনার ঝড় উঠেছে সর্বস্তরে। স্বাস্থ্যকর্তার শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।