শরীরের উপর দিয়ে চলে গেল আস্ত ট্রেন। কপালজোরে প্রাণে রক্ষা পেল একটি ছাগশিশু। ‘অলৌকিক’ ভাবে কিচ্ছুটি হল না তার। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি হয়েছিল, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইন পেরোতে গিয়ে লাইনের মাঝে আটকে পড়েছে একটি ছাগলছানা। অনেক চেষ্টা করেও লাইন পেরোতে ব্যর্থ হয় সে। এমন সময় হঠাৎই একটি ট্রেন কাছাকাছি চলে আসে। ছাগশিশুর উপর দিয়েই চলে যায় ট্রেনটি। তবে আশ্চর্যজনক ভাবে ট্রেনের নীচে গিয়েও কোনও ক্ষতি হয়নি ছাগলছানার। ট্রেনটি পেরোনোর পর দেখা যায়, বহাল তবিয়তেই রয়েছে সে। ঘটনাস্থলে উপস্থিত মানুষজনও সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। ঘটনাটি ক্যামেরাবন্দিও করে রাখেন কেউ কেউ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
গত ১৭ ফেব্রুয়ারি ‘এক নজর’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। প্রায় ১০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আশ্চর্য হয়ে গেলাম। অলৌকিক ঘটনা। ছাগশিশুটি নিশ্চয়ই অলৌকিক ক্ষমতার অধিকারী।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ছাগলছানাটির শরীর ছোট হওয়ার কারণেই বরাতজোরে বেঁচে গিয়েছে সে। এখানে অলৌকিক ঘটনার কিছু নেই ।’’