Advertisement
E-Paper

ট্রেনে উঠতে না পেরে ঘুষি মেরে দরজার কাচ ভাঙার চেষ্টা! দেখেই তরুণকে উচিত শিক্ষা দিল পুলিশ

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের দরজায় একের পর এক কিল মেরে চলেছেন এক তরুণ। বন্ধ দরজার কাচ ভাঙার চেষ্টা করছেন একনাগাড়ে। ওই তরুণকে দেখে অন্য যাত্রীদের ভিড় জমে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০
Police arrested young man who tries to break train door, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

এক্সপ্রেস ট্রেনে অবৈধ ভাবে উঠতে না পেরে প্রকাশ্যেই দুমদাম করে কামরার দরজা পেটাচ্ছিলেন তরুণ। দাঁড়িয়ে দেখছিলেন আমজনতা। পুরোটা ক্যামেরাবন্দি করছিলেন এক সাংবাদিকও। তবে সে সবের তোয়াক্কা না করেই ট্রেনের দরজা ভাঙার চেষ্টা করছিলেন ওই তরুণ। তবে সেই দৃশ্য বদলে গেল এক নিমেষে। বিষয়টি নজরে পড়তেই ওই তরুণকে উচিত শিক্ষা দিল রেলপুলিশ। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের দরজায় একের পর এক কিল মেরে চলেছেন এক তরুণ। বন্ধ দরজার কাচ ভাঙার চেষ্টা করছেন একনাগাড়ে। ওই তরুণকে দেখে অন্য যাত্রীদের ভিড় জমে গিয়েছে। পিছনে দাঁড়িয়ে থাকা এক মহিলা সাংবাদিক তরুণকে প্রশ্ন করেন যে, তিনি কেন এমনটা করছেন। তাঁকে পাত্তা না দিয়ে নিজের কাজ চালাতে থাকেন তিনি। এর পর সেখানে উপস্থিত হন আরপিএফের এক জওয়ান এবং এক জন টিকিট পরীক্ষক। ওই তরুণকে ধরে থাপ্পড় মারেন ওই আরপিএফ জওয়ান। এর পর টিকিট পরীক্ষক তরুণের কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যান তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি ‘দেশি ডুড উইথ সাইন’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে সেটি। হাজার হাজার লাইকও পড়েছেন। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করলেও অনেকে যুবকের ওই কাণ্ডে ক্ষোভপ্রকাশ করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, “তরুণ ট্রেনের দরজার কাচ ভাঙতে পারেনি। কিন্তু পুলিশ ওর শরীরের গুরুত্বপূর্ণ কিছু অংশ হেফাজতে ভাঙবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘তরুণ উচিত শিক্ষা পেয়েছে। এদের মতো মানুষের সঙ্গে এমনটাই হওয়া উচিত।’’

Viral Video Indian Railway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy