সিংহীকে নিয়ে জঙ্গলের মাঝে বসেছিল একটি সিংহ। দূরে একদল গন্ডার দেখতে পেয়েছিল তারা। শিকার করার জন্য সে দিকে এগিয়ে যাচ্ছিল সিংহ। কিন্তু শিকারিকে দেখে তার দিকেই তেড়ে গেল গন্ডারেরা। তিন গন্ডারের তাড়া খেয়ে সিংহীকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল পশুরাজ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রশিদ_বিলো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শিং উঁচিয়ে এক সিংহকে ভয় দেখানোর চেষ্টা করছে তিনটি গন্ডার। তাদের দিকে গর্জন করে এগিয়ে যাচ্ছে সিংহ। সেখানেই বসে রয়েছে তার সঙ্গিনী। দুই শিকারি সামনে থাকলেও ভয় পেল না গন্ডারগুলি। বরং সেখান থেকে সিংহ দু’টিকে তাড়িয়ে দিল তারা।
সিংহীকে নিয়ে লেজ গুটিয়ে জঙ্গলের ভিতর পালিয়ে গেল ‘বনের রাজা’। ঘটনাটি আফ্রিকার কেনিয়ার জঙ্গলে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতির কী নিয়ম! শিকারি নিজেই ভয়ে পালিয়ে গেল।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘সঙ্গিনীর সামনে এমন অপমান! গন্ডারের কাছে ভয় পেয়ে পালিয়ে গেল শেষে! লজ্জায় নাক কাটা যাওয়ার জোগাড়।’’