ছুটি কাটাবেন বলে জঙ্গলের অনতিদূরেই একটি রিসর্ট বুক করেছিলেন পর্যটক। দরজা-জানলা বন্ধ করে ঘরেই আরাম করছিলেন তিনি। হঠাৎ জানলার দিকে চোখ পড়ল তাঁর। জানলার কাছে কিছু একটা নড়াচড়া করতে দেখা গেল। সঙ্গে সঙ্গে জানলার দিকে ফোনের ক্যামেরা জ়ুম করে দিলেন তিনি। পর্যটক দেখলেন, জানলা দিয়ে উঁকি মারছে এক সিংহী। জানলায় তার মুখ সামান্য বাড়িয়ে ঘরের ভিতর যেন ‘তল্লাশি’ চালাচ্ছে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ফোটোজ়অফআফ্রিকানওয়াইল্ডলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জানলার সামনে দাঁড়িয়ে ঘরের ভিতর উঁকি দিচ্ছে এক সিংহী। সিংহী সরে যেতেই জানলার ফাঁকা দিয়ে ক্যামেরা গলিয়ে দেখা গেল যে, সিংহীটি তার দুই শাবককে নিয়ে হাজির হয়েছে।
পিঠ উল্টে শাবক দু’টি অঘোরে ঘুমোচ্ছে। কিছুটা দূরে বিশ্রাম নিচ্ছে সেই সিংহী। ঘটনাটি আফ্রিকার একটি রিসর্টের সামনে ঘটেছে। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, ছুটি কাটাতে সেই রিসর্টটি বুক করেছিলেন এক পর্যটক। তাঁর ঘরের সামনেই দুই শাবককে নিয়ে হাজির হয় সিংহীটি। ঘরের ভিতর উঁকিঝুঁকি মেরে শাবকদের নিয়ে ঘুমিয়ে পড়ে সে।