সন্ধ্যা হতেই বাইরে ঘোরাঘুরি করছিল তরুণের পোষ্য বিড়াল। হঠাৎ পোষ্যের গোঙানি শুনতে পেয়ে বাইরে ছুটে যান তরুণ। বিড়ালের দিকে তাকিয়ে দেখেন, সে ক্রমশ বিশাল এক অজগরের শিকারে পরিণত হচ্ছে। পোষ্যকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অজগরের উপর লাফিয়ে পড়লেন তরুণ। অজগরের প্যাঁচ থেকে বিড়ালটিকে মুক্ত করে ওই মস্ত বড় সাপকে বার কয়েক সিঁড়িতে আছাড় মারলেন সেই তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি অজগরের লেজ ধরে বার বার মাটিতে আছাড় মারছেন এক তরুণ। তরুণের কাছে মার খেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল অজগরটি। চলতি বছরের জুন মাসে এই ঘটনাটি তাইল্যান্ডে ঘটেছে। তরুণের বাড়ির বাইরে সিঁড়ির উপর তাঁর পোষ্য বিড়ালটি সন্ধ্যাবেলায় খেলা করছিল। হঠাৎ বাইরে থেকে পোষ্যের গোঙানির শব্দ শুনতে পান তরুণ। একছুটে বাইরে বেরিয়ে আসেন তিনি।
বাইরে বেরিয়ে দেখেন, সিঁড়ির উপর তাঁর বিড়াল বসে রয়েছে ঠিকই, কিন্তু সে রয়েছে এক মস্ত বড় অজগরের কবলে। লেজ দিয়ে বিড়ালের শরীর পেঁচিয়ে রেখেছে অজগরটি। তাই দেখে প্রাণের ঝুঁকি নিয়ে অজগরের উপর ঝাঁপিয়ে পড়লেন তরুণ। বিড়ালটি তুলে তাকে অজগরের প্যাঁচ থেকে বার করে উদ্ধার করলেন তিনি। তার পর অজগরকে দিলেন মোক্ষম শাস্তি।
আরও পড়ুন:
তাঁর আদরের পোষ্যকে আক্রমণ করার কারণে অজগরটি খালি হাতে তুলে নিলেন তরুণ। তার পর মস্ত অজগরের লেজ ধরে বার বার সিঁড়িতে আছড়ে মারতে থাকলেন। অজগরটি মার খেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। দেরি না করে সঙ্গে সঙ্গে পোষ্য বিড়ালটিকে পশু চিকিৎসালয়ে নিয়ে যান সেই তরুণ।