রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ। অথচ তাঁকে দেখে অবাক হয়ে যাচ্ছেন পথচারীরা। কেউ কেউ আবার তাঁর ভিডিয়োও তুলছেন। মাথায় শিঙাড়ার রেকাবি বসিয়ে বাইক চালাচ্ছেন তিনি। তরুণের কেরামতি দেখে হতভম্ব হয়ে গিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘বরেলীভাইব্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ বাইক চালাচ্ছিলেন। কিন্তু তাঁর পরনে হেলমেট নেই। মাথা স্থির হয়ে রয়েছে তাঁর। কারণ, মাথার উপর তিনি রেখেছেন কাঁচা শিঙাড়ায় ভর্তি রেকাবি। রেকাবিটি যেন মাথা থেকে পড়ে না যায়, তা নিয়ে সতর্ক রয়েছেন তরুণ। অথচ বাইক চালানোর সময় রেকাবিটি বিন্দুমাত্র নড়ছে না।
তরুণের পিছনে বাইক চালিয়ে যাচ্ছিলেন অন্য এক ব্যক্তি। তরুণের কাণ্ডকারখানা দেখে দৃশ্যটি ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করতে চাননি সেই প্রত্যক্ষদর্শী। এই ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলীতে ঘটেছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ অবাক হয়ে যান। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘এ তো মাধ্যাকর্ষণ শক্তিকে চ্যালেঞ্জ জানানো! এ ভাবে বাইক চালানো সম্ভব! আমার তো দেখেই কেমন কেমন করছে। মনে হচ্ছে, এই বুঝি শিঙাড়াগুলি পড়ে যাবে।’’