ভোর হতে না হতেই যোগাসন করতে জড়ো হয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। শনিবার আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষে শুক্রবার সকালে জম্মু এবং কাশ্মীরের উধমপুরের ১৩ নম্বর ব্যাটালিয়নে চলছিল যোগ প্রশিক্ষণ। বাহিনীর সদস্যদের সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করল তাঁদের দত্তক নেওয়া কুকুরটি। সমাজমাধ্যমের পাতায় সেই কুকুরটির যোগাসনের ভিডিয়োও ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
এএনআই সূত্রে খবর, শুক্রবার সকালে উধমপুরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের যোগ প্রশিক্ষণ চলার সময় সেখানে হাজির হয়ে যায় তাদের কুকুর। তার জন্যও মাটিতে পেতে রাখা হয়েছিল একটি যোগাসন করার মাদুর। তার উপর কখনও শুয়ে, কখনও এক পা তুলে বসে থাকতে দেখা গেল কুকুরটিকে। তবে সব রকম যোগাসনের মধ্যে শবাসনই সবচেয়ে মনে ধরেছিল তার।
এএনআই সূত্রে জানা গিয়েছে যে, দু’বছর আগে সেই কুকুরটিকে দত্তক নিয়েছিল উধমপুরের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। কুকুরটিকে প্রশিক্ষণও দেওয়া হয়। দু’বছর ধরে সেই ব্যাটালিয়নের গুরুত্বপূর্ণ সদস্য কুকুরটি। শুক্রবার সকালে সেখানে যোগের প্রশিক্ষণ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন যোগ প্রশিক্ষকও। মাইকে বলে তিনি যোগাসনের নির্দেশ দিচ্ছিলেন। তাঁর নির্দেশমতোই যোগাসন করছিলেন অন্য সদস্যেরা। সেই নির্দেশ শুনেই বাধ্য ছাত্রের মতো যোগাসন করছিল কুকুরটিও।