কেদারনাথ যাত্রার পথে গন্ডগোল বাধল পুণ্যার্থীদের মধ্যে। লাঠি হাতে পাহাড়ি পথে কেদারনাথ মন্দির দর্শনের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন তাঁরা। কিন্তু যাত্রা শুরুর কিছু ক্ষণের মধ্যেই পুণ্যার্থীদের মধ্যে শুরু হয়ে গেল অশান্তি। যে লাঠিতে ভর দিয়ে তাঁরা পাহাড়ি পথে উঠছিলেন, সেই লাঠিই পরিণত হল ‘অস্ত্রে’। মাঝরাস্তায় কয়েক জন পুণ্যার্থী লাঠি দিয়ে মারপিট করতে শুরু করে দিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইআর.লোকেশ রাজপুত’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় পুণ্যার্থীদের ভিড়। তাঁদের মধ্যে অশান্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তার পর লাঠি দিয়ে মারপিট শুরু হয়। স্থানীয় কয়েক জন এসে সেই অশান্তি থামানোর চেষ্টা করা সত্ত্বেও লাঠালাঠি চলতে থাকে। কিছু ক্ষণ পর অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:
চলতি বছরে কেদারনাথ যাত্রার পথে বার বার পুণ্যার্থীদের বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে। বুধবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ রুদ্রপ্রয়াগ জেলার জঙ্গল চট্টির কাছে পাহাড়ি পথে আচমকা ধস নামে। উঁচু থেকে গড়িয়ে নেমে আসতে থাকে বড় বড় পাথর। তাতেই আহত হন পুণ্যার্থীরা। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এক মহিলা-সহ আরও তিন জন জখম হন।
আরও পড়ুন:
গত রবিবারও কেদারনাথ যাত্রার সময় জঙ্গল চট্টিতে ধস নেমেছিল। ওই দিনও এক তীর্থযাত্রীর মৃত্যু হয়। এর পর সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার পথ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার ভোরে কেদারনাথধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। গৌরীকুণ্ডের কাছে জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। ওই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়। আরোহীদের মধ্যে ছিল এক শিশুও।