জলাশয়ের ধারে বসে রোদ পোহাচ্ছিল একটি কুমির। হাঁ করে শুয়েছিল সে। তার পিছনেই বিশ্রাম নিচ্ছিল একটি জলহস্তী। কিন্তু শান্ত হয়ে বেশি ক্ষণ বসে থাকতে পারল না ‘জলের রাজা’। উঠে গিয়ে কুমিরের সঙ্গে খুনসুটি করতে শুরু করল সে। কোনও সাড়া না পাওয়ায় অগত্যা জলাশয়েই নেমে পড়ল জলহস্তীটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘অস্কারড্যানস্লাব্রাউস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ের ধারে হাঁ করে শুয়েছিল একটি কুমির। তার পিছনে বসে বিশ্রাম করছিল একটি জলহস্তী। জলহস্তীর পিঠে বসেছিল কয়েকটি পাখি।
কিন্তু এই বিশ্রাম সইছিল না ‘জলের রাজা’র। দাঁড়িয়ে পড়ে কুমিরের দিকে হাঁটা লাগাল সে। কুমিরের লেজের কাছে মুখ ঘষতে শুরু করল জলহস্তীটি। বিরক্ত হয়ে লেজ সরিয়ে দিল কুমিরটি। আবার কুমিরের লেজের কাছে ঘোরাঘুরি করতে শুরু করল জলহস্তীটি। কোনও সাড়া না পেয়ে চুপচাপ জলে নেমে পড়ল সে।
আরও পড়ুন:
তার পিঠে বসে রইল পাখিগুলি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কুমিরটি যদি এক বার রেগে যেত তা হলে জলহস্তীর উপর ঝাঁপিয়ে পড়ত।’’