চার-পাঁচ বছরের মধ্যে চাঁদে পৌঁছে যাবেন পাকিস্তানিরা! পাকিস্তানের সরকারকে নিশানা করে এক পাক নাগরিকের তেমনই মন্তব্যে হাসির ফোয়ারা ছুটছে সমাজমাধ্যমে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় পাকিস্তানের দৈন্য এবং সরকারের উপর মানুষের ক্ষোভও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাক নাগরিক এক যুবক এক মহিলা সাংবাদিককে বলছেন, চার-পাঁচ বছরের মধ্যে পাকিস্তানিরা চাঁদে পৌঁছে যাবে। যুবকের কথা শুনে ওই সাংবাদিক হেসে ওঠেন। তাঁর ও রকম মন্তব্য করার কারণ জিজ্ঞাসা করেন। তখন ওই যুবক বলে ওঠেন, ‘‘চাঁদে খাবার, জল, অক্সিজেন, বিদ্যুৎ এ সব কিছু নেই। চার-পাঁচ বছরের মধ্যে পাকিস্তানেও এই সব জিনিসের দেখা মিলবে না।’’ যুবকের কথা শুনে সাংবাদিক আবার হাসিতে ফেটে পড়েন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি খুব সাম্প্রতিক নয়। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে আবার ভাইরাল হয়েছে সেটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এক্সও_ক্যাপ্টেন১৪’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাসির ফোয়ারা ছুটেছে ভারতীয় নেটাগরিকদের মধ্যে।