পোষ্য কুকুরকে নিয়ে গাড়ি চালিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তার মালিক। মাঝরাস্তায় পোষ্যকে গাড়ি থেকে নামিয়ে দিলেন। তার পর পোষ্যকে রাস্তায় ফেলেই দ্রুত গাড়ি ছোটাতে থাকেন। গাড়ির পিছনে ছুটতে ছুটতে কুকুরটি চিৎকার করলেও মালিকের মন গলল না। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘বিদিত শর্মা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ব্যস্ত রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। তার মধ্যে বিপজ্জনক ভাবে একটি গা়ড়ির পিছনে দৌড়চ্ছে এক কুকুর। তাকে দেখে মনে হয়, সে কারও পোষ্য। গাড়িটির পিছনে ছুটতে ছুটতে অনবরত জোরে জোরে চিৎকার করে যাচ্ছে সে। তবে গাড়ি থামাচ্ছেন না চালক।
আরও পড়ুন:
দ্রুত গতিতে গাড়ি ছোটাচ্ছেন তিনি। জানা গিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদে ঘটেছে। সেখানকার এক হাসপাতালের সামনে পোষ্য কুকুরকে ছেড়ে দিয়ে আবার গাড়িতে উঠে পড়েন তার মালিক। ব্যস্ত রাস্তা দিয়ে মালিকের গাড়ির পিছনে দু’কিলোমিটার পথ দৌড়ে যায় কুকুরটি। কিন্তু তাতেও মন গলেনি মালিকের।
গাড়ি থামিয়ে আর পোষ্যকে তুলে নেননি তিনি। এক প্রত্যক্ষদর্শীর দাবি, কুকুরটি খুব বিপজ্জনক ভাবে দৌড়চ্ছিল। যে কোনও মুহূর্তে গাড়িচাপা পড়তে পারত সে। তবুও মালিকের গাড়ির পিছনে দৌড়চ্ছিল কুকুরটি। ভিডিয়োটি দেখে মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি করেছেন নেটাগরিকদের অধিকাংশ।