টেবিলের উপর মাথা উঁচু করে বসেছিল একটি সাপ। তার নজর মালিকের দিকে। হাত দিয়ে নানা রকম ভঙ্গি করতে ব্যস্ত তার মালিক। তা-ই মন দিয়ে দেখছে সাপটি। হঠাৎ সাপের গায়ে একটি আঙুল ছুঁইয়ে দিলেন তরুণ। তাতেই যেন প্রাণবায়ু বেরিয়ে গেল সাপটির। জিভ বার করে মরে যাওয়ার অভিনয় করে টেবিলের উপর শুয়ে পড়ল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সাপ হঠাৎ ফণা বার করে উল্টে পড়ে যায়। এক নজরে দেখলে মনে হয় যে, সাপটি মারা গিয়েছে। আসলে, এ সবই তার অভিনয়। এক তরুণ সেই সাপটি পোষেন। সাপটির সঙ্গে খেলা করছিলেন তরুণ।
সাপের লেজে আঙুল ঠেকাতেই হঠাৎ জিভ বার করে ফেলল সাপটি। তার পর মাথা ঘুরিয়ে টেবিলে পড়ে যায় সাপটি। হাবেভাবে সে বোঝানোর চেষ্টা করে যে, তরুণের স্পর্শে তার মৃত্যু হয়েছে। পোষ্যের অভিনয় দেখে হেসে ফেলেন তরুণ। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কী দারুণ অভিনয়! সেরা অভিনেতার পুরস্কার পাওয়া উচিত ছিল সাপটির।’’