সকাল সকাল স্কুল চত্বর পরিদর্শন করতে বেরিয়েছিলেন অধ্যক্ষ। চারদিকে সব কিছু ঠিক রয়েছে কি না, তার ‘তল্লাশি’ চালাচ্ছিলেন। এমনকি, স্কুলের ইতিউতি ছড়িয়ে থাকা আবর্জনার পাত্রের ঢাকনা খুলে দেখছিলেন তিনি। সেই সময়েই ঘটল বিপদ। আবর্জনার পাত্রের ভিতরে বসেছিল একটি মস্ত বড় ভালুক।
পাত্রের ঢাকনা সরাতেই ভিতর থেকে লাফিয়ে উঠল সে। ভালুক দেখে প্রাণ যায়-যায় অবস্থা অধ্যক্ষের। সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে পালালেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্য_ওয়াইল্ড_সেভিয়র’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ আবর্জনার পাত্রের মুখে লাগানো তালাটি খুলছিলেন। পাত্রের ঢাকনা সামান্য সরতেই ভিতর থেকে উঁকি দিয়ে মাথা বার করল একটি ভালুক। তার পর লাফিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছিল সে। ভালুকটিকে দেখে ভয়ে প্রাণ শুকিয়ে যায় তরুণের।
সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান তিনি। ভালুকটিও আর তরুণের পিছু না নিয়ে অন্য দিকে চলে যায়। সম্প্রতি এই ঘটনাটি ওয়েস্ট ভার্জিনিয়ার সামার্সভিলে নামের একটি স্কুলে ঘটেছে। ভিডিয়োয় যে তরুণকে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি আসলে ওই স্কুলের অধ্যক্ষ।
স্কুল চত্বরে রাখা একটি আবর্জনার পাত্রের ঢাকনা খুলতে গিয়ে এই বিপদের মুখে পড়েছিলেন তিনি। সেখানকার সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। একাংশের দাবি, ভালুকটি খাবারের সন্ধানে সেই আবর্জনার পাত্রে ভুল করে বন্দি হয়ে যায়। বহু ক্ষণ পর পাত্রের ঢাকনা সরালে সে লাফিয়ে বেরিয়ে পড়ে।