বাড়ির লাগোয়া বাগানে দিদির সঙ্গে খেলা করছিল এক বালক। ক্যান্ডি খেতে খেতে ট্র্যাম্পোলিনের উপর লাফালাফি করছিল তারা। এই ছিল ভাইবোনের খেলা। পুরো ঘটনাটি আবার ভিডিয়ো করছিল দু’জনে। কিন্তু খেলতে গিয়েই হল অঘটন। ক্যান্ডি মুখে দিয়ে লাফাতে গিয়ে তা বালকের শ্বাসনালিতে আটকে যায়। বুকে হাত দিয়ে বসে পড়ে সে। ভাইয়ের বিপদ দেখে খেলা ফেলে সে দিকে ছুটে যায় তার দিদি।
আরও পড়ুন:
পিছন থেকে জড়িয়ে ভাইয়ের পেটে চাপ দিতে থাকে সেই বালিকা। কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যান্ডিটি মুখ থেকে বেরিয়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কলিন রাগ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাগানের মধ্যে ট্র্যাম্পোলিন বিছিয়ে দেওয়া রয়েছে। সেখানে ক্যান্ডি খেতে খেতে লাফিয়ে চলেছে দুই ভাইবোন। হঠাৎ ভাইয়ের গলায় ক্যান্ডি আটকে যায়। ভাইয়ের পিঠে জোরে জোরে মারতে শুরু করে তার দিদি। কিন্তু তাতেও কোনও লাভ হয় না। সঙ্গে সঙ্গে পিছন থেকে ভাইয়ের পেট জড়িয়ে ধরে সেই বালিকা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিটি ‘হাইমলিক ম্যানুভার’ নামে পরিচিত।
পেটে চাপ দেওয়ার ফলে শ্বাসনালিতে কিছু আটকে থাকলে তা বাইরে বেরিয়ে যায়। শেষমেশ সফল হয় বালিকা। জোরে চাপ দেওয়ার ফলে গলায় আটকে থাকা ক্যান্ডিটি বাইরে বেরিয়ে যায়। সম্প্রতি এই ঘটনাটি টেক্সাসের লাভন সিটি কাউন্সিল এলাকায় ঘটেছে। খুদে এবং তার দিদির নাম যথাক্রমে লোগান এবং লিয়া জেমস। লিয়ার তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসা করে আগামী মাসে তাকে কাউন্সিলের তরফে সম্মান জানানো হবে বলে জানা গিয়েছে।