রাস্তায় পাঁচিলের গা ঘেঁষে লম্বা সারি বেঁধে একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কখনও বাইক, কখনও সাইকেল চালিয়ে লোকজন যাতায়াত করছেন সেই রাস্তা দিয়ে। তুলনামূলক ভাবে বেশ শুনশান রয়েছে রাস্তা। হঠাৎ এক জোর শব্দ শুনতে পাওয়া যায় দূর থেকে। ক্রমশ তা আরও কাছে আসতে শুরু করে। এক সাইকেলচালক চমকে গিয়ে আওয়াজের উৎস খুঁজতে শুরু করেন।
আরও পড়ুন:
গতি হারিয়ে ফেলে একটি থর সোজা এসে ধাক্কা মারে পাঁচিলের ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। থরের জোর ধাক্কায় রাস্তার পাঁচিলটিও ভেঙে পড়ে যায়। শুক্রবার এই ঘটনাটি হরিয়ানার হিসারে ঘটেছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ডেডলি কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি থর সোজা এগিয়ে গেল। রাস্তার বাঁক নিতে ব্যর্থ হলেন থরের চালক। থরটি সোজা গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারল।
সেই গাড়িটি ধাক্কার জোরে অনেকটা পিছিয়ে গেল। রাস্তার পাঁচিলে গিয়ে ধাক্কা লাগল গাড়িটির। সেই ধাক্কা সইতে না পেরে পাঁচিলটিও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল। থরের চালক তখন তাঁর গাড়িটি পিছিয়ে নিতে শুরু করলেন। দেখা গেল, ধাক্কা লাগার পর অন্য গাড়িটির এক পাশে দুমড়ে-মুচড়ে গিয়েছে। পথ দুর্ঘটনার পর আর সেখানে এক মুহূর্ত অপেক্ষা করেননি থরের চালক। গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি।