পেট একেবারে ফুলে ঢোল হয়ে গিয়েছে। হিংস্র শ্বাপদের এ কেমনতরো অবস্থা! নড়তে-চড়তেই পারছে না সে। বসে বসে হাই তুলে এ দিক-সে দিক তাকাতেই ব্যস্ত ব্ল্যাক প্যান্থার। কিছু ক্ষণ পরেই উপুড় হয়ে শুয়ে পড়ল সে। ভুঁড়ি বার করে আলসেমির সমুদ্রে ডুব দিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি নাদুসনুদুস ব্ল্যাক প্যান্থার বসে বসে হাই তুলছে। তার চেহারা মস্ত বড়। খেয়েদেয়ে ওজন বাড়িয়ে ফেলেছে সে। হিংস্রতা সরে গিয়ে ব্ল্যাক প্যান্থারের চোখেমুখে এখন মিষ্টি মিষ্টি ভাব।
আরও পড়ুন:
বসে থাকার কিছু ক্ষণ পরেই গা এলিয়ে দিল সে। সবুজ ঘাসের উপর উপুড় হয়ে শুয়ে পড়ল ব্ল্যাক প্যান্থারটি। সঙ্গে সঙ্গে বেরিয়ে এল তার প্রকাণ্ড ভুঁড়ি। এই দৃশ্যটি মালয়েশিয়ার একটি চিড়িয়াখানার। ব্ল্যাক প্যান্থারের নাম আপো। ১১ জুলাই এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে তা নজর কাড়ে নেটপাড়ার।
আরও পড়ুন:
এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘দেখলে আর ভয়ে পালাতে ইচ্ছা করবে না। বরং আদর করতে ইচ্ছা করছে।’’ আবার নেটব্যবহারকারীদের একাংশ ব্ল্যাক প্যান্থার স্বাস্থ্য নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। চিড়িয়াখানার কর্মীরা যেন তার ওজনের দিকে খেয়াল রাখেন, সেই আবেদন করেছেন তাঁরা।