Advertisement
E-Paper

উত্তরকাশীর পর হরিদ্বার, পাহাড়ে ধস, বাইকের উপর পড়ল পাথর-মাটির চাঁই! অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিন জন

তিন জন আরোহী হরিদ্বারের ব্যস্ত পাহাড়ি রাস্তা দিয়ে একটি বাইক চেপে আসছিলেন। সেই মুহূর্তেই পাহাড় ধসে হুড়মুড়িয়ে পড়ল পাথর ও মাটির চাঁই। ভিডিয়ো প্রকাশ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৯:২৩
three biker narrowly escape from land slide

ছবি: সংগৃহীত।

পাহাড় থেকে হুড়মুড়িয়ে পড়ল পাথর ও মাটির চাঁই। সেই সময়ই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন তিন জন আরোহী। ভূমিধসের ফলে পাহাড়ের ঢাল বেয়ে পাথরের খণ্ড এসে পড়ে তিন ব্যক্তির উপর। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিন জনই। মঙ্গলবার হরিদ্বারের ঘটনা। উত্তরকাশীতে ভারী বৃষ্টিপাত এবং মেঘভাঙা বৃষ্টির ঘটনার মধ্যেই এই দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। রাস্তায় থাকা সিসিটিভিতে ক্যামেরাবন্দি হয়েছে ভিডিয়োটি। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ধসের ভিডিয়োটি। সংবাদসংস্থা পিটিআইয়ের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিয়োটি।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিন জন আরোহী ব্যস্ত পাহাড়ি রাস্তা দিয়ে একটি বাইক চেপে আসছিলেন। সেই সময় সেখানে অন্যান্য পথচারী এবং যানবাহনেরও ভিড় ছিল। বৃষ্টিও পড়ছিল সেই সময়। বাইকচালক এবং দু’জন আরোহী পাহাড়ের ধারে পৌঁছোনোর কয়েক সেকেন্ডের মধ্যেই পাথর এবং মাটির স্রোত পাহাড় থেকে হুড়মুড়িয়ে নেমে এসে বাইকগুলির উপর আছড়ে পড়ে। বাইকটি পিছলে পড়ে যায় এবং তিন জনেই মাটিতে পড়ে যান। আচমকা এই ঘটনায় হতবাক হয়ে পড়েন পথচারীরা। চমকের ভাব কাটিয়ে উঠে সাহায্যের জন্য ছুটে আসেন অনেকে। দুর্ঘটনাগ্রস্ত তিন জনকে টেনে তুলে সরিয়ে আনেন। সেই ভিডিয়োই প্রকাশ্য এসেছে।

মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালী গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে নেমে আসে বিধ্বংসী হড়পা বান। জলের তোড়ে ভেসে যায় বিস্তীর্ণ লোকালয়। বুধবার সকাল থেকেও ভারী বৃষ্টি চলছে সেখানে। বুধবার দুপুর পর্যন্ত পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা অনেকের।

Haridwar Land Slide Uttarakhand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy