মাঝ-সমুদ্রে তিমির সঙ্গে ছোট নৌকার সংঘর্ষ। সেই ধাক্কায় আহত হয়ে মারা গেল মিনকে নামের একটি বিশেষ প্রজাতির তিমি। জলে সাঁতার কাটতে কাটতে ২০ ফুট লম্বা তিমিটি নৌকাটির কাছে আসতেই ধাক্কা খায়। বেশ কিছু ক্ষণ ধরে জলে তোলপাড় চলে। তার পর তিমিটি ধীরে ধীরে জল কেটে তীরের দিকে চলে যায়। অগভীর বালির উপর শুয়ে থাকার পর তিমিটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্য নৌকার এক যাত্রী সেই ঘটনাটির ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নৌকা তিমিটিকে সজোর ধাক্কা মারে। সেই সংঘর্ষের ফলে জাহাজটি প্রবল ভাবে দুলে ওঠ। প্রায় উল্টে যাওয়ার মতো পরিস্থিত তৈরি হয়। সেই ধাক্কার ফলে এক জন যাত্রী বেসামাল হয় নৌকা থেকে জলে পড়ে যান। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার বিকাল ৪ টে নাগাদ ঘটনাটি ঘটেছে নিউ জার্সির বার্নেগ্যাট উপসাগরে। নিউ জার্সি মেরিন ম্যামাল স্ট্র্যান্ডিং সেন্টার (এমএমএসসি) এই ঘটনার ব্যাপারে একটি বিবৃতিও দিয়েছে।
সেখানে বলা হয়েছে দুর্ঘটনার ৫০ মিনিট আগে তাদের কাছে সংবাদ আসে খাঁড়ির কাছে বার্নেগ্যাট উপসাগরে একটি তিমির দেখা মিলেছে। সেই খবর পেয়ে সংস্থা কর্মী, উপকূলরক্ষী, নিউ জার্সি মেরিন পুলিশ এবং নিউ জার্সি ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন আধিকারিকেরা তিমিটির সন্ধানে তল্লাশি শুরু করেন। পরে তাঁরা তিমিটির মৃতদেহ উদ্ধার করেন। ভিডিয়োটি ‘ওসিন্ট৬১৩’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে। কয়েক হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি।