Advertisement
E-Paper

প্রয়াগরাজে বাস্তবের ‘বাহুবলী’! টানা বৃষ্টিতে ডুবন্ত শহরে সন্তানের প্রাণ বাঁচাতে ‘শিবগামী’ হলেন বাবা, প্রকাশ্যে ভিডিয়ো

উত্তরপ্রদেশের ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি ভিডিয়োয় ধরা পড়েছে প্লাবিত এলাকা থেকে বাঁচতে এক তরুণ প্রাণ হাতে করে সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১২:৪৭
parents are seen carrying their small baby overhead

ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশে টানা বৃষ্টির ফলে ফুঁসছে গঙ্গা ও যমুনার মতো নদী। সরযূ, কেন এবং চম্বলের মতো নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। সেই জলে প্লাবিত এ রাজ্যের বেশ কয়েকটি নদী। অবস্থা সঙ্গিন প্রয়াগরাজের। বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা এবং যমুনা। হু হু করে জল ঢুকছে লোকালয়ে। প্রাণ বাঁচাতে একগলা জল পেরিয়ে নিরাপদ আস্তানায় পৌঁছোনোর চেষ্টা করছেন বাসিন্দারা। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এক নবজাতককে দু’হাত দিয়ে মাথার উপরে তুলে গলা পর্যন্ত জলে ডুবে রাস্তা পার হচ্ছেন এক দম্পতি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার, প্রয়াগরাজের ছোট বাঘারা এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন যে তাঁদের বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট সম্পূর্ণ ডুবে গেছে এবং বাড়ি ছেড়ে পালানোর পথও খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে তাঁদের। অনেকেই জিনিসপত্র ফেলে নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু স্থানে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। ভিডিয়োয় দেখা গিয়েছে জমা জলের হাত থেকে বাঁচতে নবজাতক এবং স্ত্রীকে নিয়ে এক তরুণ গলাজলের মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। কোনও সাহায্য না পেয়ে তিনি কাপড়ে মোড়া সদ্যোজাতকে মাথার উপরে তুলে জল ভেঙে এগিয়ে যাচ্ছেন। তাঁর কাঁধ ধরে ভারসাম্য বজায় রাখছেন স্ত্রী।

এক্স হ্যান্ডলের ‘অন্নু ট্যান্ডন উন্নাও’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়ো দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকেরা। অনেকেই মনে করছেন এ ভাবে বিপদের ঝুঁকি না নিতেই পারতেন তরুণ। জলের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ভয়াবহ বিপদের মুখে পড়তে হত তাঁদের সকলকেই। যমুনার জল গত ২৪ ঘণ্টায় আরও বেড়েছে। স্থানীয় প্রশাসনের তরফে সতর্কতা জারি করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকার পরামর্শও দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Viral Prayagraj Heavy Rain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy