কচ্ছপের সঙ্গে খেলাধুলা করতে ব্যস্ত ছিল একটি কুকুরছানা। কিন্তু তার কাছে এগিয়ে যেতেই হল বিপদ। খুনসুটি করতে গিয়ে কচ্ছপটি দিল কুকুরছানার জিভ কামড়ে। হাজার অনুনয়-বিনয় করেও কুকুরছানাটিকে রেহাই দিল না কচ্ছপটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এমডব্লিউ১০.০১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কচ্ছপ এক কুকুরছানার জিভ কামড়ে বসে রয়েছে। কুকুরছানাটি তার জিভ ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু কিছুতেই সফল হচ্ছে না সে।
যন্ত্রণায় ছটফট করে আওয়াজ করছে কুকুরছানাটি। এক বার জিভ টেনে বার করার চেষ্টা করতে কচ্ছপটিও তার সঙ্গে এগিয়ে গেল। এ ভাবেই চলতে লাগল কচ্ছপের ‘আক্রমণ’। থামার নামগন্ধ ছিল না তার। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা ভিডিয়ো থেকে জানা যায়নি।
আরও পড়ুন:
তবে ভিডিয়োটি দেখে কুকুরছানার প্রতি সহানুভূতি প্রকাশ করে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আহা! কুকুরছানাটির বেজায় কষ্ট হচ্ছে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘কচ্ছপটি এক বার কুকুরছানাটিকে বাগে পেয়েছে। এত সহজে ছাড় দেবে বলে মনে হয় না।’’