বর্ষায় ভেজা জঙ্গল। ভিজে মাটির গন্ধে গভীর জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসছিল বিশাল একটি বাঘ। পাকা রাস্তার কাছাকাছি পৌঁছোতেই বিরক্ত হয়ে যায় বাঘটি। রাস্তায় দাঁড়িয়েছিল পর্যটকদের গাড়ি। বাঘকে বেরিয়ে আসতে দেখে ক্যামেরা হাতে স্থির হয়ে পড়েছিলেন পর্যটকেরা। ক্যামেরা দেখেই যেন খুব রেগে যায় বাঘটি। রাগী রাগী চোখে ক্যামেরার দিকে তাকায় সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘অঙ্কিতা__২৯’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ বেরিয়ে পাকা রাস্তায় উঠে পড়ছে।
মধ্যপ্রদেশে পান্না ব্যাঘ্র প্রকল্পে এই ঘটনাটি ঘটেছে। জঙ্গল থেকে মস্ত বড় বাঘ বেরিয়ে আসতে দেখে রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েন পর্যটকেরা। সাফারি করতে বেরিয়ে এত সামনে থেকে বাঘ চাক্ষুষ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। বাঘের দিকে ক্যামেরা তাক করে ছবি এবং ভিডিয়ো তুলতে শুরু করেন পর্যটকেরা। পর্যটকদের কাণ্ড দেখে ভারী বিরক্ত হয়ে পড়ে বাঘটি। ক্যামেরার দিকে রাগী রাগী চোখে তাকিয়ে গাড়ির সামনে দিয়ে হেঁটে রাস্তা পার করে জঙ্গলের অন্য প্রান্তে চলে যায় বাঘটি।