রাস্তার দু’দিক দিয়ে গাড়ি চলাচল করছে। সচেতন ভাবেই সেই ব্যস্ত রাস্তা এড়িয়ে গেল মহিষের দল। জনশূন্য দেখে পাশের রাস্তা দিয়ে মিছিল করতে করতে এগিয়ে গেল তারা। রাস্তা দখল করেই হেলেদুলে হেঁটে যাচ্ছিল তারা। বিদেশের রাস্তায় মহিষের পাল দেখে অবাক হয়ে গেলেন সেখানকার এক বাসিন্দা। ঘরের ভিতর থেকে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে রাখলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
-
ঘূর্ণিঝড়ে মহিলাকে নিয়ে উড়ে গেল আস্ত বাড়ি, পড়েও গেল মুহূর্তে! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল
-
তারকা-কন্যার সঙ্গে বিচ্ছেদের পর অন্য নায়িকায় মন! বিদেশভ্রমণেও অভিনেত্রীর সঙ্গী মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতি?
-
ভার্চুয়াল শুনানি চলাকালীন মদের গ্লাসে চুমুক আইনজীবীর! কড়া পদক্ষেপ করল আদালত, ভাইরাল ভিডিয়ো
‘কুলতরণ.সিংহ.পাধিয়ানা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তা দিয়ে হেলেদুলে এগিয়ে যাচ্ছে একদল মহিষ। তাদের দেখে মনে হচ্ছে যেন কোনও মিছিলে অংশগ্রহণ করেছে। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি কানাডার ব্রিটিশ কলম্বিয়া সারে শহরে ঘটেছে।
শহরের অনতিদূরে রয়েছে একটি খামার। কোনও ভাবে সেই খামার থেকে দল বেঁধে বেরিয়ে পড়েছে মহিষেরা। লোকালয়ে পৌঁছে রাস্তায় টহল দিচ্ছে তারা। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিদেশের রাস্তায় এই ধরনের দৃশ্যের সম্মুখীন হওয়া অবাক ব্যাপার।’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘আপনি কি ভুল করে ভারতের পথঘাটের ভিডিয়ো করে ফেলেছেন?’’