সদ্য কলেজে উঠেছেন তরুণী। সেই সূত্রে বাড়ি ছেড়ে গুজরাতে গিয়েছেন তিনি। নতুন জায়গায় গিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন বলে একটু চিন্তিতও ছিলেন। কিন্তু সেই চিন্তা আরও পাহাড়প্রমাণ করে তোলেন তরুণীর বাড়িওয়ালা। তরুণী একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। কিন্তু তিনি ‘সিঙ্গল’ জেনে আপত্তি জানান প্রতিবেশী এক প্রৌঢ়। তার পর এক দিন হঠাৎ বাড়িওয়ালা ফোন করে তরুণীকে হুমকি দিতে শুরু করেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট ফাঁকা না করে দিলে সব জিনিসপত্র রাস্তায় ছুড়ে ফেলে দেবেন। এই ঘটনার উল্লেখ করে তরুণীর দিদি সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করেছেন (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আর/ইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট লেখা রয়েছে। সেই পোস্টে তরুণী লিখেছেন, তাঁর বোন সদ্য কলেজে ভর্তি হয়েছেন। গুজরাতের গান্ধীনগরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তাঁর বোন। অন্য দুই তরুণীর সঙ্গে সেই ফ্ল্যাটে থাকার কথা ছিল তরুণীর বোনের। ‘ব্রোকার’কে (যাঁদের মাধ্যমে ফ্ল্যাট কেনাবেচা করা হয়) তাঁর প্রাপ্য টাকা দিয়ে ফ্ল্যাটে থাকতে শুরু করেন তিনি। কিন্তু অন্য দু’জন তখনও ফ্ল্যাটে যাননি।
আরও পড়ুন:
তরুণীকে একা থাকতে দেখে সন্দেহ জাগে প্রতিবেশী এক প্রৌঢ়ের। তরুণী যে ‘সিঙ্গল’ সে কথাও জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বাড়িওয়ালাকে খবর দেন সেই প্রৌঢ়। কয়েক দিন পরেই ফ্ল্যাটের মালিকের কাছ থেকে ফোন যায় তরুণীর কাছে। বার বার তাঁকে ফ্ল্যাট খালি করার হুমকি দিতে থাকেন বাড়িওয়ালা।
ফ্ল্যাট কেন ছাড়তে বলছেন সে কথা স্পষ্ট করে জানাননি বাড়িওয়ালা। তরুণী আসল কারণ জানার চেষ্টা করতেই খেপে যান ফ্ল্যাটের মালিক। তরুণী যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট খালি না করেন, তা হলে সব জিনিস রাস্তায় ছুড়ে ফেলে দেবেন বলে হুমকিও দেন তিনি। এই পরিস্থিতিতে তরুণী কী করবেন তা বুঝতে পারছেন না। নতুন জায়গায় গিয়ে এমন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ায় হতাশও হয়ে পড়েছেন তরুণী।