ট্র্যাফিক সিগনালের লাল বাতি জ্বলে যাওয়ার কারণে বাইক নিয়ে রাস্তায় থেমে গিয়েছিলেন তরুণ। তাঁর বাইকের পিছনে দাঁড়িয়েছিল একটি গাড়ি। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়তে দেখে সে দিকে ছুটে যায় একটি টার্কি। বাইকচালকের কাছে গিয়ে তাঁর পায়ে অনবরত কামড় দিতে থাকে সে। দুষ্টু পাখির জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠেন বাইকচালক। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ বাইকচালককে দেখে ডানা ঝাপটে তাঁর দিকে এগিয়ে যাচ্ছে একটি টার্কি। টার্কিকে দেখে পা সরিয়ে ফেললেন তরুণ। পা তুলে টার্কিকে ভয় দেখানোর চেষ্টা করলেন তিনি।
কিন্তু টার্কি ভয় পাওয়ার পাত্র নয়। ক্রমাগত তরুণের দিকে এগিয়ে যাচ্ছিল সে। তরুণও রাস্তা থেকে পা তুলে বসে রইলেন। ডানা ঝাপটে তরুণকে কামড়ানোর চেষ্টা থামাল না টার্কিও। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে টার্কিটি। বেচারা তরুণের জন্য মায়া লাগছে।’’