জঙ্গলের মধ্যে গাছের তলায় বসে আরাম করছিল এক সিংহী। জঙ্গলের পথ ধরে হেঁটে আসছিল একটি হাতি। চারদিকে একেবারে নিশ্চুপ। হাতির উপস্থিতি প্রথমে টের-ই পায়নি সিংহী। কিন্তু নজরে পড়তেই সেখান থেকে উঠে পালাল সিংহীটি। অদূরেই ছিল আরও একটি সিংহী। সে-ও হাতিকে দেখে লেজ গুটিয়ে দিল দৌড়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘মালামালাগেমরিজ়ার্ভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, পর্যটকদের নিয়ে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছেন গাইড। সিংহীকে গাছের তলায় আরামে বসে থাকতে দেখে সেখানে গাড়ি থামান সাফারি গাইড। হঠাৎ জঙ্গলের রাস্তা ধরে হেঁটে আসতে দেখা যায় একটি হাতিকে। প্রথমে হাতির উপস্থিতি টের পায়নি সিংহীটি।
কিন্তু হাতিটি তার কাছাকাছি আসতেই সেখান থেকে উঠে পড়ে সিংহীটি। হাতির কাছ থেকে দূরে সরে গিয়ে আবার বসে পড়ে সিংহী। সেখানে ছিল আরও একটি সিংহী। হাতিকে দেখে লেজ গুটিয়ে পালিয়ে যায় সে। পর্যটকদের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেও দুই সিংহীর দিকে এগিয়ে যায় গজরাজ। তাকে আসতে দেখে দুই সিংহী-ই তাদের এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার মালামালা অভয়ারণ্যে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বনের রানি যে কে তা বোঝাই যাচ্ছে না। সিংহীরাই তো হাতিকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল।’’