জঙ্গলের ধারে একটি উঁচু পাথরের উপর বসে গিটার বাজিয়ে গান করছিলেন তরুণ। তাঁর গান শুনে জঙ্গল থেকে হেলেদুলে বেরিয়ে এল দু’টি গন্ডার। সোজা তরুণের দিকে হাঁটা লাগাল তারা। তার পর পাথর পেরিয়ে তরুণের দিকে এগিয়ে গেল একটি গন্ডার। তরুণ ভয় না পেয়ে তখনও গান গেয়ে চলেছেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘প্লিউম্সঅফিসিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ জঙ্গলের ধারে বসে গান গাইছেন। আওয়াজ শুনে জঙ্গল থেকে বেরিয়ে সেই তরুণের দিকে এগিয়ে যেতে থাকে দু’টি গন্ডার। গিটার বাজিয়ে গান করছিলেন তরুণ।
এত কাছাকাছি দু’টি গন্ডার চলে এসেছে দেখেও ভয় পেলেন না তিনি। বরং গান গেয়ে চললেন তিনি। একটি গন্ডার আবার পাথর পেরিয়ে তরুণের আরও কাছাকাছি চলে গেল। মন দিয়ে তরুণের গান শুনছিল সে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘দুই একশৃঙ্গই দেখছি গান শুনতে ভালবাসে!’’