সমুদ্রসৈকতে সবসময় পর্যটকদের আনাগোনা লেগে থাকে। তাই সংস্থার প্রচারের জন্য সেখানে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ। বিমানের মাধ্যমে প্রচারমূলক বিজ্ঞাপনী ব্যানার ওড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল পাইলটকে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সমুদ্রে আছড়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলটের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি বিমানকে সমুদ্রে আছড়ে পড়তে দেখা যায়। ঘটনাটি ব্রাজ়িলের রিয়ো ডে জেনেরিয়োর কোপাকাবানা সমুদ্রসৈকতে ঘটেছে। সেই সময় সমুদ্রসৈকতে ছিল পর্যটক এবং স্থানীয়দের ভিড়। সংস্থার বিজ্ঞাপন দিতে বিমানের মাধ্যমে প্রচারমূলক ব্যানার ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ।
সেসনা ১৭০এ নামের হালকা ওজনের একটি বিমান চালিয়ে ব্যানার ওড়াচ্ছিলেন পাইলট। সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সমুদ্রে আছড়ে প়়ড়ে। মৃত্যু হয় পাইলটের। সঙ্গে সঙ্গে জেট স্কি, নৌকা, ডুবুরি এবং বিমানের মাধ্যমে এলাকায় অনুসন্ধান শুরু করে উদ্ধারকারী দল। পাইলটের মৃতদেহ উদ্ধার করে তা শনাক্তকরণের জন্য পাঠানো হয়েছে। শব্দতরঙ্গের সাহায্যে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বার করার চেষ্টা চলছে।