খুদেকে সঙ্গে নিয়ে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন তার বাবা-মা। সাফারির গাড়ি দেখে জঙ্গল থেকে ছুটে সে দিকে এগিয়ে যায় একটি বুনো দাঁতাল। কিন্তু গাড়ির ভিতর সেই ছোট্ট শিশুকে বসে থাকতে দেখে মন গলে যায় তার। শুঁড় নাড়িয়ে খুদেকে ‘অভ্যর্থনা’ও জানিয়ে ফেলে হাতিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওয়াইল্ড.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলে সাফারি করতে বেরোনো একটি গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এক দাঁতাল। গাড়ির ভিতর খেলনা হাতে বসে রয়েছে ছোট্ট এক শিশু। বাবা-মায়ের সঙ্গে গাড়িতে চেপে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছে সে। হাতিটিকে দেখে হাত নাড়াতে থাকে সেই শিশু।
শিশুর এই হাবভাব দেখে মন গলে যায় হাতিটির। শুঁড় মাথায় তুলে নাড়াতে শুরু করে সে। হাবভাব দেখে মনে হয়, শিশুর হাত নাড়ানো দেখে হাতিটিও প্রত্যুত্তর জানিয়ে তাকে ‘অভ্যর্থনা’ জানাচ্ছে। হাতির এই কাণ্ড দেখে অবাক হয়ে যান শিশুর মা। হাত নাড়িয়ে সেই হাতিটিকে কাছে ডাকার ইশারা করতে থাকেন তিনি। তাঁর শিশুকেও একই ভাবে হাত নেড়ে ডাকতে বলেন তিনি। তত ক্ষণে অবশ্য খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে খুদে। অবাক চোখে হাতিটির দিকে তাকিয়ে থাকে সে।