১৫ বছরের দীর্ঘ সম্পর্ক। দাম্পত্য জীবনেও বেশ সুখী তরুণী। সেই সুখের নেপথ্য ‘রহস্য’ও ফাঁস করলেন তিনি। তরুণীর স্বামী তাঁকে অর্থে ভরিয়ে রেখেছেন। কোনও রকমের অভাব বোধ করতে দেননি। দীর্ঘ দাম্পত্যের এটিই একমাত্র চাবিকাঠি বলে মনে করেন তরুণী। স্বামীর সামনেই নিজের মনের কথা হাসিমুখে অকপটে স্বীকার করেছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এক তরুণীর ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তেই সমালোচনার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়।
আরও পড়ুন:
‘নটিওয়ার্ল্ড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি শপিং মলে স্বামীর সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছেন এক তরুণী। শপিং মলে এক সঞ্চালিকার প্রশ্নের মুখোমুখি হন তিনি। তরুণীকে সেই সঞ্চালিকা বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করেন। স্বামীর সঙ্গে তরুণীর কী ভাবে আলাপ হল, তাঁদের প্রেমপর্ব সম্পর্কে জানতে চান সঞ্চালিকা। তরুণী জানান যে, তাঁর স্বামীকে ১৫ বছর ধরে তিনি চেনেন। তরুণীর দাবি, স্বামীর চেয়ে তিনিই দেখতে বেশি সুন্দর। তাঁর স্বামী যে ভাল দেখতে নয়, তা মেনে নিয়েছেন তিনি। কিন্তু স্বামীর রূপ নিয়ে তেমন চিন্তা করেন না তরুণী।
তাঁর কথায়, ‘‘কে দেখতে কত সুন্দর, তা নিয়ে ভেবে আমার কাজ নেই। তাঁর কাছে টাকাপয়সা থাকলেই হবে। টাকা দিয়েই আমি সৌন্দর্যের বিচার করি।’’ বিয়ের পর তরুণীর দাম্পত্য জীবন সুখেই কাটছে।
তরুণী বলেন, ‘‘আমি কিছু কিনতে চেয়েছি আর আমার বর আমায় কিনে দেয়নি— এমন দিন ইতিহাসে নেই। টাকাপয়সার কথা কখনও চিন্তাই করতে হয়নি আমায়। আমি নিশ্চিন্তে জীবন কাটাই। ধরুন, আমার কোনও দামি জিনিস পছন্দ হল। আমার বরকে জানালাম। তা দেখে আমার বর আমাকে বলল, ‘আমি তোমায় এর চেয়েও ভাল জিনিস দেব।’ বরের সঙ্গে এই বোঝাপড়া রয়েছে বলেই আমাদের সম্পর্ক এত বছর টিকে গিয়েছে।’’
আরও পড়ুন:
স্বামীর পাশে দাঁড়িয়েই নিজেদের সম্পর্ক নিয়ে এত কথা বলে গেলেন তরুণী। তাঁর স্বামী সব শুনেও চুপচাপ রইলেন। হাসিমুখে স্ত্রীর পাশে দাঁড়িয়ে রইলেন তিনি। তরুণীর এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তাঁকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। এক জন নেটাগরিক তরুণীকে কটাক্ষ করে লিখেছেন, ‘‘আপনি টাকার জন্য বিয়ে করেছেন নাকি! আপনি এ সব কথা বলে আপনার স্বামীকেও অপমান করছেন। এই ধরনের মানসিকতা সত্যিই বিষাক্ত।’’