বিয়ে থেকে শুরু করে ফুলশয্যা— সমাজমাধ্যমে প্রায়ই নবদম্পতির বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসে। তার মধ্যে কিছু ভিডিয়ো যেমন অদ্ভুত, তেমন অনেক মজার ভিডিয়ো আবার মন ভাল করে দেয় নেটাগরিকদের। ভাইরাল হয় সেই সব ভিডিয়ো। সে রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কনেকে পাঁজাকোলা করে তুলে বিয়ের অনুষ্ঠানস্থলে ঢুকছিলেন বর। পাত্রীকে নিয়ে সিঁড়িতেই পপাত চ হলেন তিনি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান যেখানে হচ্ছে, সেখানে ঢুকছেন পাত্র-পাত্রী। কায়দা করে পাত্রীকে কোলে তুলে নিয়েছেন পাত্র। হবু স্ত্রীকে পাঁজাকোলা করে সিঁড়িতে উঠছিলেন তিনি। তখনই বিপত্তি ঘটে। টাল সামলাতে না পেরে কনেকে নিয়েই সিঁড়িতে পড়ে যান তিনি। হইহই করে ওঠেন আত্মীয়েরা। তাঁদের সাহায্যের জন্য এগিয়ে যান অনেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে একটি সংবাদমাধ্যমের ‘টিভি১ইন্ডিয়ালাইভ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার দুঃখপ্রকাশ করেছেন পাত্র এবং পাত্রীর জন্য। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বেশি কায়দাবাজির ফল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আহা রে! বেচারা পাত্র এবং পাত্রীর জন্য খারাপ লাগছে।’’
আরও পড়ুন:
-
অভিষেকেই সলিলসমাধি! জলে নামার ১৫ মিনিটে ডুবে গেল প্রমোদতরী, লাফিয়ে প্রাণ বাঁচালেন মালিক, ভাইরাল ভিডিয়ো
-
প্রেমে মত্ত স্ত্রী এবং সহকর্মী, হাতেনাতে ধরে ফেললেন স্বামী! তিন কনস্টেবলের ‘যুদ্ধে’ হুলস্থুল, ভাইরাল ভিডিয়ো
-
প্রথমে মাখো মাখো প্রেমের নাটক, পরে ১২ লক্ষ টাকায় সেই প্রেমিককেই বিক্রি! কর্মফলও পেলেন ‘নরকের প্রেমিকা’