চলন্ত বাইকে উদ্দাম আদরে মত্ত যুগল। পাশ দিয়ে প্রবল গতিতে একের পর লরি, গাড়ি বেরিয়ে গেলেও পরোয়া করছেন না তাঁরা। চলন্ত বাইকে প্রাণের ঝুঁকি নিয়েই একে অপরকে আলিঙ্গন করে আদরে মত্ত দু’জন। হায়দরাবাদের ব্যস্ত আরামঘর উড়ালপুলে ক্যামেরাবন্দি করা হয়েছে ওই যুগলকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যম জুড়ে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে উড়ালপুলের উপর দিয়ে বাইক ছোটাচ্ছেন এক যুবক। বাইকের একদম সামনের অংশে উল্টো হয়ে বসে রয়েছেন তাঁর তরুণী প্রেমিকা। দু’জনেই মুখোমুখি বসে। কারও মাথাতেই হেলমেট নেয়। যুবকের গলা জড়িয়ে বসে রয়েছেন তরুণী। আদর চলছে চলন্ত গাড়িতেই। একটি গাড়ি থেকে ওই যুগলকে ক্যামেরাবন্দি করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে অভিষেক কুমার নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে ওই যুগলের বিরুদ্ধে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। যুগলের আচরণকে ‘অশালীন’ তকমা দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটগরিক লিখেছেন, ‘‘অশালীন! নিজেরাও বিপদে পড়বে, অন্যদেরও বিপদে ফেলবে। এদের উচিত শিক্ষা দেওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সব প্রেম-আদর বেরিয়ে যাবে পুলিশের নজরে পড়লে।’’ তবে পুলিশ ওই যুগলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে কি না তা এখনও জানা যায়নি।