দুই যুযুধানের মরণ-বাঁচন লড়াই। জঙ্গলের মধ্যে যুদ্ধ বাধল ভয়ঙ্কর গোখরো এবং গোসাপের। সেই লড়াইয়ের সাক্ষী থাকল সমাজমাধ্যম। বিশাল গোখরো ও গোসাপের তুমুল লড়াইয়ের এক ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে লড়াইয়ে মত্ত একটি গোসাপ এবং একটি গোখরো। যুদ্ধের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয়। প্রথমে হলদে রঙের গোখরোর গলার কাছে কামড় দিতে দেখা যায় গোসাপটিকে। প্রতিপক্ষের হাত থেকে নিজেকে বাঁচাতে মরিয়া চেষ্টা করে গোখরোও। এর পর গোসাপটির মুখে প্রবল আক্রোশে কামড়ে দেয় সাপটি। চলতে থাকে কামড়াকামড়ি। চলে প্রবল ল়়ড়াই। তবে গোসাপের কবল থেকে নিজেকে ছাড়াতে পারেনি ভয়ঙ্কর গোখরোটি। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতল তা অবশ্য স্পষ্ট হয়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিশাল স্নেক সেভার’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘গোসাপ এবং গোখরোর এই লড়াইয়ের ভিডিয়ো দেখে যথেষ্ট ভয় লাগল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘গোসাপও যে এত ভাল যোদ্ধা, এই ভিডিয়ো না দেখলে জানতামই না।’’