Advertisement
E-Paper

পহেলগাঁও কাণ্ডের জেরে বন্ধ অটারী, বিয়ে করতে পাকিস্তান যেতে পারছেন না রাজস্থানের শয়তান! ভাইরাল ভিডিয়ো

রাজস্থানের বাসিন্দা শয়তানের বিয়ে ঠিক হয়েছিল পাকিস্তানে। বৃহস্পতিবারই বিয়ের দিন। আর তার জন্য অমৃতসরের অটারী সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশের কথা ছিল তাঁর। এর জন্য আগে থেকে বৈধ অনুমতিও নিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৩:৫৯
Video shows Rajasthan man is unable to enter Pakistan for wedding as Attari border closed due to Pahalgam Incident

ছবি: এএনআই।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর কড়া পদক্ষেপ করেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অটারী-ওয়াঘা সীমান্ত। যাঁরা বৈধ অনুমোদন নিয়ে অটারী সীমান্ত অতিক্রম করেছেন, তাঁদেরও ১ মে-র আগে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের এই ঘোষণায় ফাঁপরে পড়েছেন রাজস্থানের যুবক শয়তান সিংহ।

রাজস্থানের বাসিন্দা শয়তানের বিয়ে ঠিক হয়েছিল পাকিস্তানে। বৃহস্পতিবারই বিয়ের দিন। আর তার জন্য অমৃতসরের অটারী সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশের কথা ছিল তাঁর। এর জন্য আগে থেকে বৈধ অনুমতিও নিয়েছিলেন। কিন্তু পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে সেই পরিস্থিতি বদলে গিয়েছে। বন্ধ করা হয়েছে অটারী সীমান্ত। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে শয়তানের বিয়ে করতে যাওয়াও। তবে তাঁর বিয়ের চেয়ে দেশ যে অনেক বড়, সে কথাও জানিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে শয়তান বলেছেন, ‘‘জঙ্গিরা যা করেছে তা অন্যায়। আমার বিয়ে ছিল। কিন্তু বাধা এসে গিয়েছে। যেতে পারব না। কিন্তু কী করা যাবে। সরকার ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক কী হয়।’’

শয়তানের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ কেউ রাজস্থানি যুবককে ধৈর্য ধরার নিদান দিয়েছেন।

উল্লেখ্য, অমৃতসর থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে অটারী ভারতের প্রথম স্থলবন্দর। পাকিস্তানের সঙ্গে স্থলপথে এই একটি মাত্র রাস্তা দিয়েই ভারতের বাণিজ্যের অনুমতি রয়েছে। ১২০ একর জমিতে বিস্তৃত, এক নম্বর জাতীয় সড়কের সঙ্গে সরাসরি যুক্ত অটারী ভারত-পাকিস্তান বাণিজ্যের অন্যতম পথ। আফগানিস্তান থেকে ভারতে পণ্য আমদানির ক্ষেত্রেও অটারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। অটারী-ওয়াঘা সীমান্ত পাকিস্তানের সঙ্গে ভারতের স্থলপথে বাণিজ্যের একমাত্র রাস্তা। এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে। অনেক পণ্যের আমদানি এবং রফতানি বন্ধ হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দুই দেশের অর্থনীতি। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এর ফলে পাকিস্তানের সমস্যা হবে বেশি।

Viral Video Pahalgam Terror Attack Pahalgam Border Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy