জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল সিংহ যুগল। হঠাৎ তাদের পথ আটকাল বিষাক্ত গোখরো! তাকে দেখে এক পা-ও এগোনোর সাহস হল না ওই দুই সিংহের। বরং ভয় পেয়ে কিছুটা পিছিয়েই এল। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের রাস্তা দিয়ে শান্ত ভাবে হেঁটে যাচ্ছে দু’টি সিংহ। কিছুটা যাওয়ার পর হঠাৎ থমকায় তারা। দেখে, রাস্তা ঘিরে শুয়ে রয়েছে একটি বিষাক্ত গোখরো। চেরা জিভ বার করে এ দিক-ও দিক মাথা ঘোরাচ্ছে বার বার। বিষাক্ত সরীসৃপকে দেখে আর এক পা-ও এগোয়নি সিংহ দু’টি। বরং একটি সিংহ ভয় পেয়ে পিছু হটে। অন্যটি চুপ করে রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকে। কিছু ক্ষণ পরে সাপটি চলে যায় সেখান থেকে। তবে তখনও দুই সিংহের ওই জায়গা পেরোনোর সাহস হয়নি। কিছু ক্ষণ দাঁড়িয়েই থাকে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ড্যানিয়েল_ওয়াইল্ডলাইফ_সাফারি’ নামের ইনস্টাগ্রাম থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভি়ডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। কেউ কেউ আবার মজার মন্তব্যও করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘রাজা সেই, যে বেশি বিষাক্ত। মৃত্যুদূতের ছোবল যে কী মারাত্মক হতে পারে, তা সিংহও জানে। এক ছোবলেই ছবি হয়ে যেতে পারে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বিরল! এ রকম দৃশ্য কেউ কী কখনও দেখেছেন?’’