রিল তৈরির নেশা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার অনেক উদাহরণই সমাজমাধ্যমে দেখা যায়। নজর কাড়তে বিচিত্র সব কাণ্ড ঘটান বিষয়স্রষ্টারা (কন্টেন্ট ক্রিয়েটর) । সম্প্রতি সে রকমই একটি ভিডিয়ো নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কী ভাবে খরস্রোতা নদীর উপর রিল বানাতে গিয়ে ভেসে যাচ্ছিলেন এক তরুণী। কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। হইচইও ফেলেছে নেটপাড়ায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খরস্রোতা নদীর উপর থাকা সেতুর নীচে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। সেই সেতুর উপর থেকে বেশ কয়েকটি লোহার শিকল উল্লম্ব ভাবে নীচের দিকে নেমে এসেছে। রিল বানানোর জন্য তারই একটি ধরে ঝুলতে শুরু করেন তরুণী। উদ্দেশ্য ছিল ‘টারজ়ানের’ মতো ঝুলে ঝুলে লোহার একটি শিকল থেকে অন্য শিকলে যাওয়া। কিন্তু তা করতে গিয়েই বিপত্তি বাধে। ঝুলে একটি শিকল থেকে অন্য শিকলে যেতে গিয়ে নদীতে পড়ে যান তরুণী। নদীর স্রোত ভাসিয়ে নিয়ে যায় তাঁকে। তরুণীর চিৎকার শুনে প্রাণ বাঁচাতে ছুটে যান এক যুবক। নদীর পার থেকে একটি গামছা ছুড়ে দেন তরুণীর উদ্দেশে। সেই গামছা ধরে কোনও রকমে পারে উঠে আসেন তরুণী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শাফিয়া খান’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। তরুণীর সমালোচনা করেও সরব হয়েছেন কেউ কেউ। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাইরাল হওয়ার জন্য মানুষ আর কত নীচে নামবে! প্রাণের মায়া নেই এদের?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘রিলের নেশা সর্বনাশা।’’