কলেজে মঞ্চ বেঁধে চলছে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ‘বেলি ডান্স’ করতে এলেন বিদেশি নর্তকী। সংক্ষিপ্ত লাল পোশাকে উপস্থিত হয়ে শরীরী বিভঙ্গে মঞ্চে ঝড় তুললেন নর্তকী। সেই নাচ চলাকালীনই কয়েক জন অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তার পরেই বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন নৃত্যশিল্পী লাল পোশাক পরে ‘বেলি ডান্স’ করছেন। এর পর, বসে থাকা কলেজছাত্ররা উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করেন। চিৎকার করতে থাকেন। ফলে অনুষ্ঠানস্থলে শীঘ্রই বিশৃঙ্খলা দেখা দেয়। সংবাদ প্রতিবেদন অনুসারে, হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়ের আগরওয়াল কলেজে ঘটনা। কলেজের ‘আন্তর্জাতিক সাংস্কৃতিক সচেতনতা কর্মসূচি’তে ১৬টি দেশের মডেল এবং নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। রাশিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান, মিশর, নিউ জ়িল্যান্ড, এস্টোনিয়া, কোরিয়া, আমেরিকা-সহ ১৬টি দেশের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠান চলাকালীন বিদেশি শিল্পীরা ‘বেলি ডান্স’ প্রদর্শন করেন বলে জানা গিয়েছে। বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ডেপুটি পুলিশ কমিশনার বিক্রম সিংহ ও যুগ্ম পুলিশ কমিশনার রাজেশ দুগ্গল অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান।
কিছু ছাত্র অন্য ছাত্রদের কাঁধে উঠে নাচতে শুরু করেন। আবার কেউ কেউ মঞ্চের কাছে যাওয়ার চেষ্টা করেন। পুলিশকে ভিড় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। ভিডিয়োটি ‘সচিনগুপ্ত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োয়।