Advertisement
E-Paper

প্রথম ভাষণ দিতে এসে সংসদেই ‘হাকা’ নাচতে শুরু করলেন তরুণী সাংসদ! বন্ধ হয়ে গেল অধিবেশন, ভিডিয়ো প্রকাশ্যে

‘তে পাতি মাওরি’ দলের সাংসদ ওরিনি সেপ্টেম্বরে একটি শূন্য আসন পূরণের জন্য সংসদে নির্বাচিত হন। বৃহস্পতিবার তিনি তাঁর প্রথম ভাষণ দেন। তার পর তিনি ঐতিহ্যবাহী মাওরি নৃত্য ‘হাকা’ প্রদর্শন করতে থাকেন সংসদেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৪:৪২
haka dance

নিউ জ়িল্যান্ডের সাংসদ ওরিনি কাইপারা। ছবি: সংগৃহীত।

সংসদে প্রথম বার আনুষ্ঠানিক ভাষণ পেশ করতে এসে সংসদেই ঐতিহ্যবাহী ‘হাকা’ নাচ করলেন নিউ জ়িল্যান্ডের নতুন সাংসদ। বৃহস্পতিবার বক্তৃতা শেষ করার পরই মাওরি পার্টির সাংসদ ওরিনি কাইপারা আসন ছেড়ে নাচের ভঙ্গিমা করতে শুরু করেন। ঐতিহ্যবাহী মাওরি নৃত্য, ‘হাকা’ প্রদর্শন করতে থাকেন তিনি। তাঁর সঙ্গে যোগ দেন পাবলিক গ্যালারিতে থাকা মাওরি সম্প্রদায়ের সদস্যেরা। সেই ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ‘তে পাতি মাওরি’ দলের সাংসদ ওরিনি সেপ্টেম্বরে একটি শূন্য আসন পূরণের জন্য সংসদে নির্বাচিত হন। বৃহস্পতিবার তিনি সংসদে তাঁর প্রথম ভাষণ দেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, বক্তৃতার পর সংসদের বিভিন্ন সদস্য এবং পাবলিক গ্যালারিতে উপস্থিত সকলেই তাঁর বিজয় উদ্‌যাপনের জন্য একটি পরিকল্পিত এবং অনুমোদিত মাওরি গান গেয়েছিলেন। এর পর ঘটনা অপ্রত্যাশিত ভাবে নাটকীয় মোড় নেয়। পাবলিক গ্যালারিতে বেশ কয়েক জন সাংসদ একটি অননুমোদিত গান গাইতে থাকেন এবং নাচের ভঙ্গিমাও শুরু করেন। উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। সাংসদদের মধ্যে বেশ কয়েক জন উঠে দাঁড়িয়ে ওরিনিকে উৎসাহ দিতে শুরু করেন। হইহট্টগোল শুরু হওয়ায় স্পিকার গেরি ব্রাউনলি তাঁদের থামতে বললেন। সেই অনুরোধে কর্ণপাত করেননি কেউ। উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। সাময়িক ভাবে অধিবেশন বন্ধ করে দেওয়া হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। নিউ জ়িল্যান্ডের সংসদীয় নিয়ম অনুসারে, আইন প্রণেতা এবং তাঁদের সমর্থকদের চেম্বার বা পাবলিক গ্যালারিতে গান বা হাকা পরিবেশনের আগে অনুমতি নিতে হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাউনলি পরে গ্যালারির কর্মকাণ্ডকে অবমাননাকর বলে বর্ণনা করেছেন। জানিয়েছেন, কোন কোন সাংসদ হাকা গান ও নাচ করার অনুমতি নিয়েছিলেন তা তিনি খতিয়ে দেখবেন।

‘কলিন রাগ’ নামের এক্স হ্যান্ডলে পোস্ট করার পর ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ভিডিয়োটি ৪০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। এর আগেও গত বছরের নভেম্বরে বিতর্কিত আদিবাসী বিল নিয়ে ভোটাভুটির সময় বিলের একটি অনুলিপি ছিঁড়ে ঐতিহ্যবাহী ‘হাকা’ নাচের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন নিউ জ়িল্যান্ডের আর এক সাংসদ হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক।

New zeland Maori perliament
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy