Advertisement
E-Paper

থ্রি-ডি শো চলাকালীন আকাশ থেকে আছড়ে পড়ল শয়ে শয়ে চিনা ড্রোন! হুড়োহুড়ি, বিশৃঙ্খলা, ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ড্রোন এবং আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল চিনে। ‘অক্টোবর: দ্য সাউন্ড অফ ব্লুমিং ফ্লাওয়ারস’ শিরোনামের সেই অনুষ্ঠানে মাটি ও জলের উপর থেকে উপর আতশবাজি এবং ড্রোন উড়িয়ে লাইট অ্যান্ড সাউন্ডের থ্রি-ডি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৪:৩৯
hundreds of drones malfunction and fell on audience during live show

ছবি: সংগৃহীত।

আনন্দ অনুষ্ঠান মুহূর্তের মধ্যে বদলে গেল বিভীষিকায়। ড্রোন ও আতশবাজি নিয়ে একটি লাইভ শো চলাকালীন আকাশের বুকে ফাটতে শুরু করে শয়ে শয়ে ড্রোন। সেই আগুনের গোলা ধেয়ে আসে অনুষ্ঠান দেখতে আসা দর্শকদের দিকে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় অনুষ্ঠানস্থলে, চরম বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে আকাশ থেকে আগুনের গোলা পড়ার সঙ্গে সঙ্গেই মানুষ আতঙ্কে দৌড়তে শুরু করেছেন। জ্বলন্ত ড্রোনের হাত থেকে বাঁচতে লোকজনকে চেয়ারের আড়ালে ঢুকে নিজেদের রক্ষা করার চেষ্টা করতেও দেখা গিয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, চিনের হুনান প্রদেশের লিউয়াং শহরে স্কাই থিয়েটারে ড্রোন এবং আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ‘অক্টোবর: দ্য সাউন্ড অফ ব্লুমিং ফ্লাওয়ারস’ শিরোনামের এই অনুষ্ঠানে মাটি ও জলের উপর থেকে উপর আতশবাজি এবং ড্রোন উড়িয়ে লাইট অ্যান্ড সাউন্ডের থ্রি-ডি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে ড্রোনগুলি আগুনের গোলার মতো মাটিতে আছড়ে পড়তে শুরু করে।

এক্স হ্যান্ডলে ‘ফ্রন্টালফোর্স’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় ধরা পড়েছে সেই দুর্ঘটনার ভিডিয়োটি। ড্রোনগুলি ফাটতে থাকায় আকাশে যেন হাজার হাজার তারার ঝলকানি শুরু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ড্রোনগুলি এলোমেলো ভাবে পড়তে শুরু করে। অনুষ্ঠানস্থলের বেশ কয়েক জায়গায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ভিডিয়োটি দেখে বিস্মিত হয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। সাড়ে চার হাজারের বেশি লাইক পড়েছে ভিডিয়োয়। প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘নিজের দেশেই চিনা পণ্যের কোনও গ্যারান্টি নেই।’’ আর এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘মনে হচ্ছিল যেন আকাশ থেকে লাভা ঝরে পড়ছে।’’

Drone Attack China Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy