প্রেমিকের সঙ্গে পালাচ্ছিলেন বধূ। হাতেনাতে ধরে ফেললেন স্বামী! স্ত্রীকে রাস্তার ধারে ফেলে পেটালেন তিনি। বিপদ বুঝে চম্পট দিলেন ওই বধূর প্রেমিক। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্ত্রীকে রাস্তার ধারে ফেলে মারছেন এক যুবক। যুবকের দাবি, তাঁর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালাচ্ছিলেন। তিনি হাতেনাতে ধরেছেন। তবে স্ত্রীর প্রেমিক বেগতিক দেখে পালিয়েছেন। এর পর ওই বধূকে স্বামীর কাছে ক্ষমাভিক্ষা করতে দেখা যায়। তবে ওই যুবক শান্ত হননি। স্ত্রীকে ওড়না দিয়ে বেঁধে ফেলেন তিনি। রাস্তায় লোক জড়ো হয়ে যায়। অনেকেই তাঁকে থামানোর জন্য এগিয়ে আসেন। স্ত্রীর গায়ে হাত তুলতেও বারণ করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভেনম’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। অনেকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘স্বামীকে ঠকানো খুব অন্যায়। তবে ওই যুবক তাঁর স্ত্রীকে যে ভাবে রাস্তায় মারধর করেছেন সেটাও অন্যায়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যে দিকে তাকাই সে দিকেই পরকীয়া। আজকালকার মানুষ এত বিবাহ-বহির্ভূত সম্পর্কে কেন জড়িয়ে পড়ে, বুঝতে পারছি না।’’