বিমানবন্দরের অন্দরে ‘আগুন’ ঝরালেন এক বিমানসেবিকা! পরনে গাঢ় লাল আর কালোয় মেশানো আঁটো পোশাক। টান টান খোলা চুল। গলায় ঝুলছে পরিচয়পত্র। তবে এই কেজো পোশাকেই ‘অকাজ’ করলেন উমা মীনাক্ষী। বিমানসেবিকার পোশাকেই তুমুল নাচলেন ‘মুঝে তো তেরি লত লগ গয়ি... ’ গানে। জ্যাকলিন ফার্নান্ডেজের ছবির ওই গানে উমার ‘বিস্ফোরণ’ দেখে অনেকেরই মাথা ঘুরে যাচ্ছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নাচের ভিডিয়ো শেয়ার করেছেন উমা। তা দেখে অনেকেই মনে করছেন, নাচের ভঙ্গিতে জ্যাকলিনকেও যেন ছাপিয়ে গিয়েছেন ২৩ বছরের তন্বী তরুণী। উমার কীর্তি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।