Advertisement
১৪ জানুয়ারি ২০২৫
viral video of hotel

জুতো দেখে সন্দেহ! একে অপরের স্ত্রীর সঙ্গে হোটেলে গিয়ে জোড়া পরকীয়ার পর্দা ফাঁস

বিবাহিত চার নারী-পুরষের পরস্পরের প্রতি বিশ্বাসভঙ্গের ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে।

Viral video of a dramatic mix-up between two couples who ended up at a hotel together

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১২:৪৭
Share: Save:

একান্তে সময় কাটাতে এসে অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হলেন দুই দম্পতি। এমন সত্যি সামনে আসবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। একে অপরের স্ত্রীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে ধরা পড়ে গেলেন দুই যুবক। এমনই বিবাহিত চার নারী-পুরষের পরস্পরের প্রতি বিশ্বাসভঙ্গের ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। ‘রু এক্সওয়াইজ়েড’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভাইরাল ভিডিয়োটি প্রকাশিত হয়েছে, যা ঝড়ের গতিতে নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। দুই দম্পতির ‘বিবাহ-বহির্ভূত সম্পর্ক’ ফাঁস হয়ে যাওয়ার পর যে নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে তা দেখে বিস্মিত নেটাগরিকরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

হোটেলের সিসিটিভির একটি ফুটেজ থেকে দেখা গিয়েছে, এক জোড়া তরুণ-তরুণী সেই হোটেলে প্রথমে একটি ঘরে প্রবেশ করার পরমুহূর্তেই আরও এক দম্পতি সেখানে আসেন। অন্য একটি ঘরে প্রবেশ করার আগে প্রথম দম্পতির ঘরের বাইরে ছেড়ে রাখা জুতো দেখে খটকা লাগে দ্বিতীয় যুবকের। দরজায় টোকা মারতেই প্রথম যুবক বেরিয়ে এসে কথাবার্তা বলতে শুরু করেন। দ্বিতীয় যুবকের সঙ্গে আসা তরুণী হঠাৎ বেরিয়ে আসতেই চমকে ওঠেন প্রথম যুবক। যুবককে দেখে ছুটে পালান দ্বিতীয় তরুণী। কারণ ওই যুবক তাঁর স্বামী। পরের দৃশ্য আরও নাটকীয়, দুই যুবকের হাতাহাতির মধ্যেই প্রথম যুবকের ঘর থেকে বেরিয়ে আসেন অন্য তরুণী। যাঁকে দেখে হতভম্ব হয়ে যান দ্বিতীয় যুবক, কারণ সেই তরুণী তাঁর স্ত্রী। একে অপরের স্ত্রীর সঙ্গে সময় কাটাতে এসে ধরা পড়ে যাওয়ার পরে কী হল তা দেখা যায়নি ভিডিয়োয়। তবে এই ভিডিয়ো দেখে সমাজমাধ্যমব্যবহারকারীদের মত, এটি পুরোটাই সাজানো ঘটনা। সমাজমাধ্যমের নজর কাড়তে দু’জোড়া দম্পতি অভিনয় করেছেন মাত্র।

অন্য বিষয়গুলি:

Couple Hotel Wives drama entertainment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy