কখনও স্বল্প বসনে তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনেই তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। যার জেরে বার বারই খবরের শিরেনামে এসেছে দিল্লি মেট্রো। সেই দিল্লি মেট্রোয় এ বারও সে রকমই একটি ঘটনা ঘটল। চলন্ত মেট্রোর মধ্যেই একে অপরের সঙ্গে আদরখেলায় মত্ত হলেন এক যুগল। প্রকাশ্যে চুমুও খেলেন একে অপরকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। যা নিয়ে চর্চা হচ্ছে সমাজমাধ্যমে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মধ্যে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন এক যুগল। হাসাহাসি করছেন তাঁরা। আদরও করছেন একে অপরকে। কিছু ক্ষণ পরে তাঁরা মেট্রোর মধ্যে বসার জায়গা পান। তখনই প্রেমিককে চুমু খান প্রেমিকা। উল্টো দিকে বসে থাকা এক যাত্রী পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করে রাখেন।
ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। অনেকে ভিডিয়োটি দেখে বিরক্তিও প্রকাশ করেছেন সমাজমাধ্যম। কেউ কেউ আবার মজার মন্তব্যও করেছেন।