Advertisement
E-Paper

স্বপ্নে আসেন ১১ বছর আগে মৃত স্বামী! ‘উপহার’ দিয়েছেন গর্ভের সন্তান, মহিলার দাবিতে হইচই

ভাইরাল ভিডিয়োয় মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী ১১ বছর আগে গত হয়েছেন। কিন্তু ১১ বছর ধরে প্রায়ই স্বামী তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। স্বপ্নে স্বামীর দেখা পেতেন তিনি। পাশাপাশি ওই মহিলার দাবি, স্বপ্নে তাঁর স্বামী জীবিত ব্যক্তির মতো আচরণ করতেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৮:৫৪
Woman bizarre claims dead husband visited her in dreams and blessed her with child, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

১১ বছর আগে মারা গিয়েছেন স্বামী। কিন্তু বিগত ১১ বছর ধরেই তাঁর স্বপ্নে দেখা দিতেন তিনি। স্বপ্নে একসঙ্গে খেতেন, শুতেন, গল্প করতেন। সেই মৃত স্বামী তাঁর গর্ভে একটি সন্তান ‘উপহার’ও দিয়ে গিয়েছিলেন। সম্প্রতি সেই সন্তানের জন্ম হয়েছে। শুনতে অদ্ভুত লাগলেও তেমনই দাবি করেছেন এক মহিলা। মহিলার একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো নিয়ে হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী ১১ বছর আগে গত হয়েছেন। কিন্তু ১১ বছর ধরে প্রায়ই স্বামী তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। স্বপ্নে স্বামীর দেখা পেতেন তিনি। পাশাপাশি ওই মহিলার দাবি, স্বপ্নে তাঁর স্বামী জীবিত ব্যক্তির মতো আচরণ করতেন। তাঁর সঙ্গে সারা রাত জেগে গল্প করার পাশাপাশি একসঙ্গে বসে খাবার, জল খেতেন। আবার সূর্যোদয়ের আগে অদৃশ্য হয়ে যেতেন। বিগত ১১ বছর ধরে একই ঘটনা ঘটছে। মহিলা আরও দাবি করেছেন, তাঁর স্বামী তাঁর গর্ভে একটি সন্তান ‘উপহার’ দিয়ে গিয়েছিলেন। সম্প্রতি তিনি সেই সন্তানের জন্ম দিয়েছেন। এক সাংবাদিকের সঙ্গে ওই মহিলার কথোপকথনের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অনিল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই প্রায় চার লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। মহিলার দাবিতে সমাজমাধ্যম জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। আবার পুরো বিষয়টি বুজরুকি বলেও দাবি তুলেছেন অনেকে। মহিলার দাবি শুনে এক নেটাগরিক লিখেছেন, ‘‘মহিলা মনে হয় বদ্ধ উন্মাদ। না হলে এ রকম কথা কেউ বলত না। আর না হলে ভিতরে অন্য কোনও গল্প রয়েছে।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, “যখন মৃত স্বামী রাতে দেখা করতে আসতে পারে, তখন মৃত স্ত্রীদেরও আসা উচিত।”

Viral Video Bad Dreams Bizarre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy